Ayodhya flight sevices: রামমন্দির উদ্বোধনের আগেই এই তিন শহর থেকে সরাসরি অযোধ্যায় বিমান পরিষেবা

Sukla Bhattacharjee |

Dec 29, 2023 | 9:09 PM

Ayodhya Airport: অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের পরই চালু হয়ে যাবে উড়ান পরিষেবা। প্রাথমিক পর্যায়ে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সংস্থা অযোধ্যায় উড়ান পরিষেবা শুরু করছে। তবে প্রাথমিক পর্যায়ে ৩টি শহর থেকে সরাসরি উড়ান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া। শনিবার, ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধনের পরই এই পরিষেবা শুরু হয়ে যাবে।

Ayodhya flight sevices: রামমন্দির উদ্বোধনের আগেই এই তিন শহর থেকে সরাসরি অযোধ্যায় বিমান পরিষেবা
অযোধ্যা-দিল্লি সরাসরি উড়ান পরিষেবা চালু হল।
Image Credit source: TV9 Bangla

Follow Us

অযোধ্যা: রাত পোহালেই উদ্বোধন হবে অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দরের (Ayodhya Airport)। আর উদ্বোধনের পরই অযোধ্যা বিমানবন্দরে চালু হয়ে যাবে উড়ান পরিষেবা। প্রাথমিক পর্যায়ে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো সংস্থা অযোধ্যায় উড়ান পরিষেবা শুরু করছে। তবে প্রাথমিক পর্যায়ে ৩টি শহর থেকে সরাসরি উড়ান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া (Air India)। শনিবার, ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দর উদ্বোধনের পরই এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে ঘোষণা করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

 

কোন ৩টি শহর থেকে সরাসরি অযোধ্যার বিমান পরিষেবা শুরু হচ্ছে?

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লি, বেঙ্গালুরু এবং কলকাতা থেকে একটি বিমানেই সরাসরি অযোধ্যা পৌঁছে যাওয়া যাবে। বিমানবন্দর উদ্বোধনের দিনই, ৩০ ডিসেম্বর অযোধ্যা ও দিল্লির মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু হয়ে যাবে। তবে কলকাতা ও বেঙ্গালুরুর সঙ্গে অযোধ্যার বিমান পরিষেবা সেদিন চালু হচ্ছে না।

কলকাতা ও বেঙ্গালুরুর সঙ্গে অযোধ্যার বিমান পরিষেবা কবে চালু হচ্ছে?

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর থেকে অযোধ্যা-দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু হলেও কলকাতা ও বেঙ্গালুরু থেকে অযোধ্যার বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী ১৭ জানুয়ারি।

আগামী ১৭ জানুয়ারি সকাল ৮টায় অযোধ্যার উদ্দেশে বিমান ছাড়বে এবং সেটি অযোধ্যায় পৌঁছবে বেলা ১০টা ৩৫ মিনিটে। অন্যদিকে, বিকেল ৩টে ৪০ মিনিটে অযোধ্যা থেকে বিমানটি ছাড়বে এবং বেঙ্গালুরু পৌঁছবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। অর্থাৎ বেঙ্গালুরু থেকে অযোধ্যার এক বিমানে যেতে সময় লাগবে আড়াই ঘণ্টা।

অন্যদিকে, অযোধ্যা থেকে কলকাতার উদ্দেশে বিমান ছাড়বে বেলা ১১টা ৫ মিনিটে এবং সেটি কলকাতা পৌঁছবে দুপুর ১২টা ৫০ মিনিটে। আবার কলকাতা থেকে অযোধ্যার উদ্দেশে বিমান ছাড়বে দুপুর ১টা ২৫ মিনিটে এবং সেটি অযোধ্যা পৌঁছবে বিকেল ৩টে ১০ মিনিটে। অর্থাৎ মাত্র দেড় ঘণ্টাতেই কলকাতা থেকে অযোধ্যা পৌঁছে যাওয়া যাবে।

রাজধানীর পাশাপাশি দক্ষিণ ভারত ও পূর্ব ভারতের তীর্থযাত্রীদের সহজে অযোধ্যায় পৌঁছনোর সুবিধা দিতেই বেঙ্গালুরু ও কলকাতা বিমানবন্দর থেকে ওয়ান স্টপ উড়ান পরিষেবা চালু করা হচ্ছে বলে জানান এয়ার ইন্ডিয়া-র মুখ্য বাণিজ্যিক আধিকারিক ডা. অঙ্কুর গর্গ। অযোধ্যার জন্য কলকাতা পূর্ব ভারতের ও বেঙ্গালুরু দক্ষিণ ভারতের গেটওয়ে হিসাবে কাজ করবে বলেও জানান তিনি। আপাতত কলকাতা ও বেঙ্গালুরু থেকে অযোধ্যার মধ্যে উড়ান পরিষেবা সপ্তাহে তিনদিন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Next Article