মানবিক TATA, শুধু ১ কোটি টাকা নয়, বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আরও বড় ঘোষণা Air India-র

Air India Plane Crash: দুর্ঘটনার পরই টাটা সংস্থা, যাদের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া, তারা শোক প্রকাশ করে এবং নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে।

মানবিক TATA, শুধু ১ কোটি টাকা নয়, বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য আরও বড় ঘোষণা Air India-র
ক্ষতিপূরণ ঘোষণা এয়ার ইন্ডিয়ার।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 14, 2025 | 6:47 PM

নয়া দিল্লি: সকালেও প্যারিস, দিল্লি হয়ে আহমেদাবাদে এসেছিল AI-171। কেউ জানত না লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার মিনিট খানেক পরই ভেঙে পড়বে এয়ার ইন্ডিয়ার বিমান। ভারতের ইতিহাসে হয়তো সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারের এই দুর্ঘটনা।

দুর্ঘটনার পরই টাটা সংস্থা, যাদের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া, তারা শোক প্রকাশ করে এবং নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করে। বিজে হাসপাতালের হস্টেল, যার উপরে বিমানটি ভেঙে পড়েছিল, সেটিও পুনর্নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টাটা গ্রুপ।

এবার এয়ার ইন্ডিয়ার তরফে আরও ক্ষতিপূরণের ঘোষণা করা হল। এ দিন এয়ার ইন্ডিয়ার তরফে এক্স পোস্টে বলা হয়, “বর্তমানে আর্থিক প্রয়োজন মেটাতে এয়ার ইন্ডিয়া ২৫ লক্ষ টাকা করে সকল নিহতদের পরিবারকে ও যে ব্যক্তি জীবিত রয়েছেন, তাকে দেবে। টাটা সন্সের তরফে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে ঘোষণা করা হয়েছিল, তার সঙ্গে সংযোজন এই আর্থিক সাহায্য।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ আহমেদাবাদের মেধানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। লেজের অংশ ভেঙে পড়ে বিজে হাসপাতালের হস্টেলের উপরে। ভেঙে পড়ার পরই বিস্ফোরণ, তাতেই পুড়ে মৃত্যু হয় একজন বাদে বাকি ২৪১ জনেরই। হস্টেলের ক্যান্টিনে খেতে আসা একাধিক মেডিক্যাল পড়ুয়ারও মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০-এ।