Bomb Threat: বিমানে ১৩৫ যাত্রী, মাঝ আকাশে ককপিটে খবর এল বোমা রাখা আছে, তারপরই ভয়ঙ্কর কাণ্ড…

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 22, 2024 | 9:15 AM

Bomb Threat: এ দিন সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। মুম্বই থেকে তিরুবনন্তপুরমগামী বিমানে বোমা রাখা আছে, এমনটাই হুমকি আসে। সেই সময় বিমানটি মাঝ আকাশে ছিল।

Bomb Threat: বিমানে ১৩৫ যাত্রী, মাঝ আকাশে ককপিটে খবর এল বোমা রাখা আছে, তারপরই ভয়ঙ্কর কাণ্ড...
বিমানটিকে সরানো হয় আইসোলেশন বে-তে।
Image Credit source: ANI

Follow Us

তিরুবনন্তপুরম: সাতসকালেই আতঙ্ক। গোটা বিমানবন্দরে জারি করা হল ইমার্জেন্সি। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রাখা রয়েছে, এমনটাই হুমকি আসে। এরপরই বিমানবন্দরে এমার্জেন্সি জারি করা হয়। বিমানটিকে সরিয়ে আনা হয় আইসোলেশন বে-তে। চলছে তল্লাশি।

জানা গিয়েছে, এ দিন সকাল ৮টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক ছড়ায়। মুম্বই থেকে তিরুবনন্তপুরমগামী বিমানে বোমা রাখা আছে, এমনটাই হুমকি আসে। সেই সময় বিমানটি মাঝ আকাশে ছিল। তড়িঘড়ি তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। সঙ্গে সঙ্গে বিমানটিকে আইসোলেশন বে-তে স্থানান্তরিত করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বিমানে মোট ১৩৫ জন যাত্রী ছিল। তাদের সুরক্ষিতভাবেই সরানো হয়েছে। সূত্রের খবর, তিরুবনন্তপুরম বিমানবন্দরের কাছাকাছি যখন পৌঁছয়, তখন মাঝ আকাশে পাইলটের কাছে খবর আসে যে বিমানে বোমা রাখা আছে। এরপরই তড়িঘড়ি অবতরণ করানো হয় বিমান। কোথা থেকে হুমকি এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article