
ভারতের সঙ্গে চিনের সম্পর্ক কি ঠিক হতে চলেছে? গত কয়েকদিন নয়া দিল্লি ও বেজিংয়ের একাধিক পদক্ষেপ দেখে তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত যখন স্বাধীনতা দিবস পালন করছে, তার ঠিক আগেই চিন নিশ্চিত করে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় শুরু করার জন্য একাধিক পদক্ষেপ করেছে তারা।
এই মাসের ৩১ তারিখ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে তিনজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র শীর্ষ সম্মেলনের সময় ভারত-চিনের কোনও দ্বিপাক্ষিক বৈঠক থেকে এই বিষয়ে ঘোষণা হতে পারে বলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এমন হলে প্রাট ৫ বছর পর চিনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ শুরু হবে ভারতের।
সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী সেপ্তেম্বর মাস থেকেই ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা দেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো দেশের প্রথম সারির বিমান সংস্থাগুলোকে। উল্লেখ্য, করোনা অতিমারির সময় থেকে ভারত-চিন বিমান সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর তারপর ২০২০ সালের জুন মাসে গালওয়ান ভ্যালিতে ভারত ও চিনের সৈন্যদের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। আর সেই ঘটনার পর থেকেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিলও ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। তার আগে অবশ্য চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বা এয়ার চায়নার মতো চিনের সরকারি বিমান সংস্থাগুলি নয়াদিল্লি সহ ভারতের বেশ কয়েকটি শহরে বিমান পরিষেবা দিত।