আবার Air India, লন্ডনের উদ্দেশে রওনা দিয়েও ৩ ঘণ্টা বাদে ফিরে এল মুম্বইতেই! কী হল মাঝ আকাশে?

Air India Flight: রুট পরিবর্তনের জন্য ক্ষমা চেয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। টিকিট ক্যানসেলেশনের জন্য রিফান্ড দেওয়া হচ্ছে। কোনও যাত্রী চাইলে রিশিডিউলিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে।

আবার Air India, লন্ডনের উদ্দেশে রওনা দিয়েও ৩ ঘণ্টা বাদে ফিরে এল মুম্বইতেই! কী হল মাঝ আকাশে?
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

|

Jun 13, 2025 | 1:09 PM

মুম্বই: লন্ডন যাওয়ার কথা ছিল, নির্ধারিত সময়ে ফ্লাইটও ছেড়েছিল। আকাশে তিন ঘণ্টা চক্কর খাওয়ার পর সেই বিমান আবার ফিরে এল সেখানেই, যেখান থেকে টেক অফ হয়েছিল। নাহ, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান নয়, এটা ঘটল এয়ার ইন্ডিয়ার অপর একটি বিমানে।

আকাশে তিন ঘণ্টা কাটিয়ে ফেলার পরও লন্ডনগামী বিমানটি ফের মুম্বইয়ে ফিরে আসে। ফ্লাইটর‌্যাডার২৪-র তথ্য অনুযায়ী, মুম্বই থেকে বিমানটি ভোর ৫ টা ৩৯ মিনিটে লন্ডনের উদ্দেশে রওনা দেন। তিন ঘণ্টা আকাশে কাটানোর পরও ফিরে আসতে হয় তাদের, শুধুমাত্র ইরান-ইজরায়েলের সংঘর্ষের কারণে।

এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইরানের পরিস্থিতি ও এয়ারস্পেস বন্ধ হয়ে যাওয়ার কারণেই বিমানটিকে মাঝপথ থেকে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানের রুটও ঘুরিয়ে দেওয়া হয়েছে।

রুট পরিবর্তনের জন্য ক্ষমা চেয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। টিকিট ক্যানসেলেশনের জন্য রিফান্ড দেওয়া হচ্ছে। কোনও যাত্রী চাইলে রিশিডিউলিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে। গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।

ইজরায়েল শুক্রবা ভোর রাতে হামলা চালায় ইরানের উপরে। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে অভিযানে ইরানের ৩০০টিরও বেশি জায়গায়, বিশেষ করে পরমাণু ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই হামলার পরই ইরানের সিভিল এভিয়েশন অথারিটি এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। ইজরায়েলও তার এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে। উত্তর ও দক্ষিণ সীমান্তে ইমার্জেন্সি জারি করা হয়েছে। সংঘর্ষের আশঙ্কায় ইরাকও তাদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে।  ফলে বর্তমানে বিশ্বের ব্যস্ততম রুটই এখন খাঁ খাঁ করছে।

কোন কোন বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হল, দেখে নিন-

AI130 -লন্ডন হিথরো-মুম্বই – রুট ঘুরিয়ে ভিয়েনায় পাঠানো হয়েছে।

AI102 -নিউ ইয়র্ক-দিল্লি – শারজাহে পাঠানো হয়েছে।

AI116 – নিউ ইয়র্ক-মুম্বই- জেড্ডায় পাঠানো হয়েছে।

AI2018 – লন্ডন হিথরো- দিল্লি- মুম্বইয়ে পাঠানো হয়েছে।

AI129 – মুম্বই-লন্ডন হিথরো- মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়েছে।

AI119 – মুম্বই- নিউ ইয়র্ক- মুম্বইয়ে ফিরে এসেছে।

AI103 – দিল্লি- ওয়াশিংটন- দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে।

AI106 – নেওয়ার্ক- দিল্লি- ভিয়েনায় পাঠানো হয়েছে।

AI188- ভ্যানকুভার- দিল্লি- জেদ্দায় পাঠানো হয়েছে।

AI101 – দিল্লি-নিউ ইয়র্ক- ফ্রাঙ্কফুট বা মিলানে পাঠানো হচ্ছে।

AI126 – শিকাগো- দিল্লি- জেদ্দায় পাঠানো হচ্ছে।

AI132 – লন্ডন হিথরো-বেঙ্গালুরু- শারজাহে পাঠানো হয়েছে।

AI2016 – লন্ডন হিথরো-দিল্লি- ভিয়েনায় পাঠানো হয়েছে।

AI104 – ওয়াশিংটন-দিল্লি- ভিয়েনায় পাঠানো হয়েছে।

AI190 – টরোন্টো-দিল্লি – ফ্রাঙ্কফুটে পাঠানো হয়েছে।

AI189 – দিল্লি-টরেন্টো- দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে।