
আহমেদাবাদ: অভিশপ্ত এআই১৭১ বিমান! আহমেদাবাদে মেঘানিনগরে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। টেক অফের পর মাত্র ১৯ মিনিট, সাত কিলোমিটার দূরত্বেই বিমানটি ভেঙে পড়ে বলে খবর। এএনআই সূত্রে খবর, মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪২ জনের। ওই বিমানেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। কীভাবে দুর্ঘটনা, সে কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, টেক অফের পর কোনও গাছে কিংবা বহুতলে ধাক্কা লেগে থাকতে পারে বিমানটির। তবে এই কারণের স্বপক্ষে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও প্রমাণ হাতে আসেনি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। তবে সামনে এসেছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো। একটি বাড়ির ছাদ থেকেই তোলা সেই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, বিমানটি টেক অফের পর কিছুটা গিয়েই নীচে নামতে শুরু করে। আর কয়েক মুহূর্তের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ, আর বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আগুনের গোলা যেন গ্রাস করে এলাকা। ভিডিয়োটি কোনও মোবাইলের ক্যামেরায় করা। বহুতলে ভরা ঘিঞ্জি এলাকার মধ্যে বিমানটি নীচে নামতে থাকে। সম্ভবত সেখানেই ধাক্কা, আর তাতেই বিস্ফোরণ! শিউরে ওঠার মতো সেই ভিডিয়ো। তাতে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বিমানে কোনও যান্ত্রিক গোলোযোগ থাকতে পারে।
LIVE VIDEO
Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today#Ahmedabadplanecrash #london #planecrash #Ahmedabad #AirIndia pic.twitter.com/XFKVYVPf5k
— Vijaykumar Desai (@KumarVijayDesai) June 12, 2025
জানা গিয়েছে, ওই বিমানের বয়স ১১ বছর। জানা যাচ্ছে, বিমানে যে দু’জন পাইলট ছিলেন, তাঁরা ভীষণভাবেই অভিজ্ঞ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, বৃহস্পতিবার দুুপুর ১.৩৪ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। তারপর ১.৩৮ মিনিট নাগাদই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাঝের ফারাক মাত্র ৪ মিনিট। যোগাযোগ করার শেষ পাওয়া খবর অনুযায়ী, বিমানটি ৩২২ কিমি প্রতি ঘণ্টায় ছুটছিল। সাধারণত টেক অফের পর এই গতিতেই থাকে বিমান। কিন্তু আচমকাই পতন! বিমানটি ৬০০ ফুট কিংবা তার একটু বেশি উচ্চতায় ছিল। বিমানটি টেক অফের পরই হঠাৎ নীচে নামতে থাকে, তারপর গাছে ধাক্কা লাগায় ভেঙে পড়ে বিমানটি।