Scorpion Bites: মাঝ-আকাশে মহিলা যাত্রীকে কাঁকড়া বিছের কামড়, প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 06, 2023 | 5:17 PM

উড়ন্ত বিমানের মধ্যেই মহিলা যাত্রীকে কামড়াল কাঁকড়া বিছে। যে কোনও বিমান নয়, ঘটনাটি ঘটেছে একেবারে এয়ার ইন্ডিয়ার বিমানে।

Scorpion Bites: মাঝ-আকাশে মহিলা যাত্রীকে কাঁকড়া বিছের কামড়, প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া
এয়ার ইন্ডিয়ার বিমানে কাঁকড়া বিছে।

Follow Us

নয়া দিল্লি: যত কাণ্ড মাঝআকাশে! উড়ন্ত বিমানের মধ্যেই মহিলা যাত্রীকে কামড়াল কাঁকড়া বিছে। যে কোনও বিমান নয়, ঘটনাটি ঘটেছে একেবারে এয়ার ইন্ডিয়ার বিমানে। যা নিয়ে মাঝআকাশেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে। তারপর উড়ানটি বিমানবন্দরে অবতরণ করতেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ওই যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, মাঝআকাশে মহিলা যাত্রীকে কাঁকড়া বিছে কামড়ানোর ঘটনাটি ঘটেছে গত মাসে। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “২৩ এপ্রিল, ২০২৩ তারিখে আমাদের নাগপুর-মুম্বই AI630 উড়ানে এক যাত্রীকে কাঁকড়া বিছে কামড়ানোর ঘটনাটি ঘটেছে। এটা খুবই বিরল এবং দুর্ভাগ্যজনক ঘটনা।” এই ঘটনার পরই পাইলট ATC-র মাধ্যমে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং গোটা ঘটনাটি জানিয়ে চিকিৎসক দল মোতায়েন রাখার কথা বলেন। তারপর মুম্বই বিমানবন্দরে উড়ানটি অবতরণের পর ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় এবং পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার পরিচ্ছন্নতা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

‘দুর্ভাগ্যজনক’ এই ঘটনার পর প্রোটোকল মেনে উড়ানটির ভিতর পরিদর্শন করা হয় এবং কাঁকড়া বিছেটিকে খুঁজে পাওয়া গিয়েছে। এই ঘটনার পর বিমানের ক্যাটারিং বিভাগকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এবং প্রয়োজনে সিটগুলিতে ছারপোকা, পতঙ্গ-নাশক দেওয়ার কথা বলা হয়েছে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।

যদিও এয়ার ইন্ডিয়ার বিমানে এরকম ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের ডিসেম্বরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কার্গো বিমানের ভিতর একটি সাপ উদ্ধার হয়েছিল। ওই কার্গো বিমানটি কালিকট বিমানবন্দর থেকে ছেড়েছিল এবং উড়ানের ভিতর সাপ দেখার পরই বিমানটি দুবাই বিমানবন্দরে অবতরণ করানো হয়।

Next Article