নয়া দিল্লি: নয়া প্রধান পেল ভারতীয় বায়ুসেনা। এয়ার মার্শাল অমরপ্রীত সিংকে ভারতীয় বায়ুসেনার প্রধান হিসাবে ঘোষণা করা হল। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি বায়ুসেনার প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমানে এয়ার স্টাফের ভাইস চিফ পদে রয়েছেন অমরপ্রীত সিং। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি বায়ুসেনার প্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান এয়ার চিফ মার্শাল হলেন বিবেক রাম চৌধুরী। ৩০ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। ওই দিনই দায়িত্ব গ্রহণ করবেন অমরপ্রীত সিং।
ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে উত্তীর্ণ হয়েছেন অমরপ্রীত সিং। ১৯৮৪ সালে ভারতীয় বায়ুসেনায় যাত্রা শুরু হয় অমরপ্রীত সিং। দীর্ঘ কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ফ্লাইট কম্যান্ডার থেকে ইস্টার্ন এয়ার কম্যান্ডের সিনিয়র এয়ার স্টাফ অফিসার পদে ছিলেন তিনি। মিগ-২৭ স্কোয়াড্রনের কম্যান্ডিং অফিসার পদেও ছিলেন তিনি। এরপর সেন্ট্রাল এয়ার কম্যান্ড পদে ছিলেন তিনি।
২০১৯ সালে তাঁকে অতি বিশিষ্ট সেবা মেডেলে পুরষ্কৃত করা হবে। এরপর ২০২৩ সালে পরম বিশিষ্ট সেবা মেডেলও পান তিনি।