Ajit Doval: ফিরলেন অজিত ডোভাল! শুরুতেই ‘কাশ্মীর পরীক্ষা’য় বসালেন মোদী

Jun 13, 2024 | 6:08 PM

Ajit Doval and PK Mishra reappointed: জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বহাল থাকলেন অজিত ডোভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে ফের নিয়োগ পেলেন পিকে মিশ্রও। মন্ত্রিসভায় যেমন নিজের কোর টিম ধরে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একইভাবে সচিবদের মধ্য়েও নিজের দলই অটুট রাখলেন তিনি।

Ajit Doval: ফিরলেন অজিত ডোভাল! শুরুতেই কাশ্মীর পরীক্ষায় বসালেন মোদী
ডোভালকে ফিরিয়ে আনলেন মোদী
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: বহাল থাকলেন অজিত ডোভাল। বৃহস্পতিবার (১৩ জুন), তৃতীয় মেয়াদের জন্য তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হল। এদিন মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই পদে অজিত ডোভালের নিয়োগের অনুমোদন দিয়েছে। কমিটি জানিয়েছে, ১০ ​​জুন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে। ডোভালের পাশাপাশি পিকে মিশ্রকেও ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ, মন্ত্রিসভাতেও যেমন নিজের কোর টিম ধরে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একইভাবে সচিবদের মধ্য়েও নিজের দলই অটুট রাখলেন তিনি। দুজনেই প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, অথবা যেটি আগে হবে, সেই পর্যন্ত পদে থাকবেন।

অজিত ডোভালকে এমন সময় প্রধান নিরাপত্তা উপদেষ্টার পদে ফিরিয়ে আনা হল, যখন জম্মু ও কাশ্মীর একের পর এক জঙ্গি হানার সম্মুখীন। প্রসঙ্গত উল্লেখ্য অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর, কাশ্মীরে শান্তি ফেরানোর জন্য, দীর্ঘদিন উপত্যকায় পড়েছিলেন ডোভাল। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে, পরিস্থিতি স্বাভাবিক করেছিলেন। গত রবিবার থেকে একের পর এক জঙ্গি হামলা চলছে কাশ্মীরে। এই অবস্থায়, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে, বৃহস্পতিবার (১৩ জুন), অজিত ডোভাল এবং অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে মোদী কাশ্মীরের পরিস্থিতির মোকাবিলায়, সন্ত্রাসবিরোধী ক্ষমতার পূর্ণ প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। এদিন কাশ্মীর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও কথা বলেছেন মোদী।


ভারতের ইতিহাসে, প্রধান নিরাপত্তা উপদেষ্টার আসনে অজিত ডোভালই সবথেকে বেশি সময় ধরে আছেন। এই মেয়াদ বৃদ্ধির আগেই এই রেকর্ড করেছিলেন তিনি। ২০১৪ সালে, প্রধানমন্ত্রী হওয়ার পরই তাঁকে বেছে নিয়েছিলেন নরেন্দ্র মোদী। পিকে মিশ্রও তাঁর আসনে সবথেকে বেশি সময় ধরে থাকার রেকর্ড করেছেন। দুজনেই তাঁদের কার্যকালে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবেন। এই দুই প্রাক্তন আমলাকে, সরকারের দুই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করার পাশাপাশি, অমিত খারে এবং তরুণ কাপুরকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দুই বছরের জন্য তাঁরা এই পদে থাকবেন।

Next Article