Akshay Kumar thanks PM Modi: ‘ধন্যবাদ মোদিজী!’ কেশরী চ্যাপ্টার ২ রিলিজের আগেই এক্সে বড় পোস্ট অক্ষয়ের

Akshay Kumar thanks PM Modi: ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আধারে তৈরি এই ছবিতে সি শঙ্করন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। সদ্য হরিয়ানায় গিয়ে সি শঙ্করন নায়ারের উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আপ্লুত অক্ষয়।

Akshay Kumar thanks PM Modi: ‘ধন্যবাদ মোদিজী!’ কেশরী চ্যাপ্টার ২ রিলিজের আগেই এক্সে বড় পোস্ট অক্ষয়ের
মোদীকে ধন্যবাদ অক্ষয়ের Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Apr 15, 2025 | 6:12 PM

নয়া দিল্লি: হাত আর ক’টা দিন। ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘কেশরী চ্যাপ্টার ২’। শেষবেলার প্রচারে বিগত কয়েকদিন ধরেই কার্যত ঝড়! কোমর বেঁধে ময়দানে অক্ষয় কুমার থেকে আর মাধবন, অনন্যা পাণ্ডেরা। এবার এই ছবির রেশ ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেল অক্ষয় কুমারকে। 

প্রসঙ্গত, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের আধারে তৈরি এই ছবিতে সি শঙ্করন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। সদ্য হরিয়ানায় গিয়ে সি শঙ্করন নায়ারের উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আপ্লুত অক্ষয়। টুইটারে মোদীর ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অক্ষয় লিখছেন, ‘মহান চেত্তুর শঙ্করন নায়ারজিকে মনে করার জন্য, আমাদের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানকে স্মরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।’ 

অক্ষয় আরও লিখছেন, একটি জাতি হিসেবে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য, আমাদের জন্য, সেই মহান নারী ও পুরুষদের সম্মান-মূল্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন দেশে স্বাধীনভাবে শ্বাস নেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য ওনারা বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন! আমাদের স্বাধীনতাকে কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয়, কেশরী চ্যাপ্টার ২ সেটাই সকলকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।’ প্রসঙ্গত, এই ছবি অক্ষয়ের সঙ্গে রয়েছেন আর মাধবন, অনন্যা পাণ্ডের মতো বড় মুখেরা। আর মাধবন অ্যাডভোকেট নেভিল ম্যাককিনলির চরিত্রে এবং অনন্যা পান্ডে দিলরিত গিলের চরিত্রে অভিনয় করেছেন।