
আলিগড়: যোগী সরকারের হাত ধরে সম্প্রতি উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম বদল হয়েছে। দেশের সংস্কৃতি ও বিশিষ্ট ব্যক্তিদের নামে জায়গার নাম নামাঙ্কিত করা হয়েছে। যেমন, এলাহাবাদ (Allahabad) হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই (Mughalsarai) জংশনের নতুন নাম হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এবার নাম বদল হতে চলেছে আলিগড়ের (Aligarh)। উত্তরপ্রদেশের অন্যতম ঐতিহাসিক এলাকা আলিগড়ের এবার নতুন নাম হতে চলেছে হরিগঢ়। ইতিমধ্যে এই নতুন নামের প্রস্তাব আলিগড় পুর নিগমে পাশ হয়ে গিয়েছে। এবার কেবল সরকারের সিলমোহরের অপেক্ষা।
দেশের প্রাচীন ও ঐতিহাসিক শহর ও জেলাগুলির মধ্যে অন্যতম হল, উত্তরপ্রদেশের আলিগড়। এবার সেই শহরের নাম বদল হতে চলেছে। আলিগড় পুর নিগমের মেয়র প্রশান্ত সিঙ্ঘল জানান, রবিবার পুর নিগমের এক বৈঠকে কাউন্সিলার সঞ্জয় পণ্ডিত আলিগড় শহরের নাম বদল করে হরিগঢ় করার প্রস্তাব দেন। সমস্ত কাউন্সিলাররা সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন এবং সেটি গৃহীত হয়েছে। এবার সেটি রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। আলিগড় জেলার নাম বদল করার দাবি দীর্ঘদিনের এবং রাজ্য সরকার আলিগড়ের নাম হরিগঢ় করার প্রস্তাবে সম্মত হবেন বলে আশাবাদী তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালে জেলা পঞ্চায়েতের বৈঠকে আলিগড়ের নাম বদলের প্রস্তাব গৃহীত হয়েছিল। সেটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও পাঠানো হয়েছিল। কিন্তু, তারপর এই বিষয়ে আর কোনও পদক্ষেপ করা হয়নি।