
কোহিমা: ক্রমে একা হয়ে যাচ্ছেন শরদ পওয়ার। ভাইপোর বিদ্রোহ প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে। বৃহস্পতিবার ফের একবার জোর ধাক্কা খেলেন এনসিপি প্রধান। নাগাল্যান্ডে এনসিপির মোট ৭ এনসিপি বিধায়ক রয়েছে। বৃহস্পতিবার, সাতজনই অজিত পওয়ারের প্রতি তাঁদের সমর্থনের হাত বাড়িয়ে দিলেন। এদিন, উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের সাত এনসিপি বিধায়ক এই বিষয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, শুধু তাঁরা সাতজনই নন, নাগাল্যান্ডে এনসিপির সমস্ত দলীয় নেতা কর্মীরা অজিত পওয়ারের সঙ্গে আছেন। ২ জুলাই, সকলকে চমকে দিয়ে বেশ কয়েকজন এনসিপি বিধায়ক নিয়ে মহারাষ্ট্রের এনডিএ সরকারে যোগ দিয়েছিলেন অজিত পওয়ার। বিরোধী দলনেতার পদ থেকে সরাসরি শপথ নিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। তারপর থেকে কারা আসল এনসিপি, এই নিয়ে কাকা-ভাইপোর দ্বন্দ্ব চলছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।