Bank Strike: ২৭ জানুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, টাকাপয়সার লেনদেনও কি আটকে যাবে?

All India Bank Strike: ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলআইসি, জিআইসি সহ একাধিক সংস্থাই সপ্তাহে পাঁচদিন কাজ করে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিসগুলিও শনিবার বন্ধ থাকে। তাহলে ব্যাঙ্কের জন্য কেন এই নিয়ম চালু করা হচ্ছে না?  

Bank Strike: ২৭ জানুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, টাকাপয়সার লেনদেনও কি আটকে যাবে?
ফাইল চিত্র।Image Credit source: X

|

Jan 05, 2026 | 1:18 PM

নয়া দিল্লি: ধর্মঘট ডাকল ব্যাঙ্ক কর্মীরা। দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সপ্তাহে পাঁচ দিন অফিস, দুইদিন ছুটির দাবিতে দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন।

অল ইন্ডিয়া ব্য়াঙ্ক অফিসারস কনফেডারেশনের তরফে সার্কুলার জারি করে দেশ জুড়ে বনধের কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ৫ দিন ওয়ার্কিং ডে-র যে দাবি করা হচ্ছে, সরকার সেই বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না, সাড়া দিচ্ছে না।  ২০২৪ সালের মার্চ মাসে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও ব্যাঙ্ক ইউনিয়নদের মধ্যে বেতন পর্যালোচনার সময়ই ৫ দিন কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই কার্যকর না হওয়ায় ধর্মঘটের  ডাক দিয়েছেন।

ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলআইসি, জিআইসি সহ একাধিক সংস্থাই সপ্তাহে পাঁচদিন কাজ করে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিসগুলিও শনিবার বন্ধ থাকে। তাহলে ব্যাঙ্কের জন্য কেন এই নিয়ম চালু করা হচ্ছে না?

অল ইন্ডিয়া ব্য়াঙ্ক অফিসারস কনফেডারেশন জানিয়েছে, পাঁচ দিন কাজ হলে, ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না, কারণ তারা ইতিমধ্য়েই সোমবার থেকে শুক্রবার অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে রাজি হয়েছেন। বর্তমানে ব্যাঙ্কগুলি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে বন্ধ থাকে। অর্থাৎ ব্যাঙ্ক কর্মীদের মোট ছয়দিন ছুটি থাকে।

তবে ধর্মঘটের কারণে ২৭ জানুয়ারি কোনও ব্য়াঙ্ক বন্ধ থাকবে না। তবে ব্যাঙ্ক কর্মীরা যেহেতু বিক্ষোভ দেখাবেন, তাই পরিষেবায় প্রভাব পড়তে পারে।