Police Officer Kidnapping: হর্নের জ্বালায় কান ঝালাপালা, বাধা দেওয়ায় পুলিশকেই মারধর করে অপহরণ! ভাবুন কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 13, 2023 | 12:14 PM

Madhya Pradesh: ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সাগর এলাকায়। পথ চলতি সাধারণ মানুষরাও তাজ্জব হয়ে গিয়েছেন ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে।

Police Officer Kidnapping: হর্নের জ্বালায় কান ঝালাপালা, বাধা দেওয়ায় পুলিশকেই মারধর করে অপহরণ! ভাবুন কাণ্ড
প্রতীকী ছবি

Follow Us

ভোপাল: জনবহুল একটি বাসস্ট্যান্ড। রাস্তায় গাড়ি-ঘোড়ার ভিড়ও ছিল। কিন্তু তার মধ্যেই একটি গাড়ি নাগাড়ে হর্ন (Car Honking) দিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার বাসস্ট্যান্ডের সামনে দিয়ে যাতায়াত করে গাড়িটি। আর প্রত্যেকবারই সেই একই কীর্তি। হর্নের (Loud Horns) জ্বালায় কানের ঝালা-পালা অবস্থা। এমন অবস্থায় সেখানে কর্তব্যরত এক পুলিশকর্মী এগিয়ে আসেন এবং গাড়িটিকে থামান। গাড়ির চালককে থানায় যেতে বলে এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু এরপরই যা ঘটল, তা কল্পনারও অতীত। পুলিশকর্মীকে অপহরণ (Police Officer Kidnapped) করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় চালক। অভিযোগ, ওই পুলিশকর্মীকে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সাগর এলাকায়। পথ চলতি সাধারণ মানুষরাও তাজ্জব হয়ে গিয়েছেন ওই ব্যক্তির এমন কাণ্ড দেখে।

স্থানীয় গৌরঝামার থানায় ওসি ব্রিজমোহন কুশওয়াহা জানিয়েছেন, পুলিশকর্মীরা ওই গাড়ির চালককে থামিয়ে থানায় আসতে বলেছিলেন। আর তখনই ওই চালক এএসআই রামলাল আহিরওয়ারকে অপহরণ করে জোর করে গাড়িতে বসায় এবং সেখান থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশের একটি গাড়িতে ওই অপহরণকারীকে ধাওয়া করে। পুলিশ পিছু নিয়েছে বুঝতে পেরে ওই অভিযুক্ত ব্যক্তি এএসআইকে চলন্ত গাড়ি থেকে বাইরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবককে চিহ্নিত করেছে। অভিযুক্তের নাম চন্দ্রহাস। তাঁর বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগ আনা হয়েছে। পুলিশ স্বতোঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্য়েই ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ওই অপহরণকারীর সন্ধান এখনও মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মধ্য প্রদেশের সাগর জেলার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বিভিন্ন মহল। পুলিশকর্মীরাও ওই অভিযুক্ত ব্যক্তির খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন।

Next Article