করোনার রক্তচক্ষু উপেক্ষা করেই মেলা, বন্ধ করতে বলে বেধড়ক ‘মার’ খেল পুলিশ

Apr 24, 2021 | 7:57 AM

দেশজুড়ে করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউ চলছে। একেবারে পর্যুদস্ত ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ।

করোনার রক্তচক্ষু উপেক্ষা করেই মেলা, বন্ধ করতে বলে বেধড়ক মার খেল পুলিশ
নিজস্ব চিত্র।

Follow Us

ঝাড়খন্ড: কোভিডের (COVID-19) মধ্যে মেলার আয়োজন। তা বন্ধ করতে গিয়ে গ্রামবাসীর হাতে বেধড়ক মার খেতে হল পুলিশকে। প্রতিবেশি রাজ্য ঝাড়খন্ডের কলহানের সরাইকেলা খরসাওয়ান জেলার ঘটনা।

স্থানীয় নিমডি থানা এলাকার বামনি গাঁও। সেখানেই আয়োজন করা হয়েছিল গ্রামীণ ওই মেলার। এদিকে বেলাগাম কোভিড পরিস্থিতির কারণে পুলিশ এই ধরনের মেলায় সাফ না করে দিয়েছে। তবু সে সব অগ্রাহ্য করেই মেলার আয়োজন করা হয় বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। সঙ্গে যান বিডিও।

তাঁরা গ্রামবাসীকে মেলা বন্ধের জন্য আবেদন জানান। কিন্তু গ্রামবাসী তা মানতে নারাজ। এক দু কথায় শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, এরইমধ্যে হঠাৎ স্থানীয় কয়েকজন পুলিশ ও বিডিও-এর উপর হাত তোলেন। মুহূর্তে খণ্ডযুদ্ধ লেগে যায়।

আরও পড়ুন: রাতভর বাইক বাহিনীর তাণ্ডব, মুড়িমুড়কির মত বোমা-গুলি, ভোট মিটটেই অগ্নিগর্ভ নৈহাটি

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। একেবারে পর্যুদস্ত ভারত। প্রতিদিন বাড়ছে সংক্রমণ। বেশ কয়েকটি জায়গায় আংশিক লকডাউন, নাইট কার্ফুও চলছে। এই অবস্থায় যে কোনও রকম জমায়েতই প্রাণঘাতী। অভিযোগ, বামনি গাঁওয়ের এই মেলায় অধিকাংশ মানুষেরই মুখে মাস্ক ছিল না। মানছিলেন না সামাজিক দূরত্বও। এরপরই বিডিও মুকেশ কুমার ও নিমডি থানার পুলিশ সেখানে যান। মেলা বন্ধের কথা বলেন। তা শুনেই খেপে যান এলাকার লোকজন। এরপরই শুরু হয় মারধর।

Next Article