Ambulance stuck: মুখ্যমন্ত্রীর কনভয় যাবে, অ্যাম্বুলেন্সে অসুস্থ শিশুকে কোলে নিয়ে এক ঘণ্টা বসে রইলেন মা

CM Convoy: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় পাশ করার পর অন্যান্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সটিও যাওয়ার অনুমতি পায়। সবমিলিয়ে, প্রায় এক ঘণ্টা রোগী নিয়ে মাঝরাস্তায় আটকে ছিল অ্যাম্বুলেন্সটি। যার পরিণতি, অ্যাম্বুলেন্সের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে শিশুটি। উদ্বিগ্ন হয়ে পড়েন অসহায় মা।

Ambulance stuck: মুখ্যমন্ত্রীর কনভয় যাবে, অ্যাম্বুলেন্সে অসুস্থ শিশুকে কোলে নিয়ে এক ঘণ্টা বসে রইলেন মা
মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় পাশ করানোর জন্য মাঝপথে আটকে অ্যাম্বুলেন্স।

| Edited By: Sukla Bhattacharjee

Sep 30, 2023 | 6:05 PM

পটনা: গুরুতর অসুস্থ শিশু। প্রাণ বাঁচাতে শিশুকে কোলে নিয়ে অ্যাম্বুলেন্সে (Ambulance) করে হাসপাতালের দিকে রওনা দেন মা। কিন্তু, যে রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সটি যাবে, সেখান দিয়েই যাবে মুখ্যমন্ত্রীর কনভয় (CM Convoy)। ফলে মুখ্যমন্ত্রীর কনভয় না যাওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্সটিও যেতে দেওয়া যাবে না! শনিবার এমনই ঘটনার সাক্ষী হল বিহারের রাজধানী পটনার (Patna) কাছে ফাতুহা এলাকা। প্রায় এক ঘণ্টা যানজটের মধ্যে আটকে রইল অ্যাম্বুলেন্সটি। আর তার জেরে অ্যাম্বুলেন্সের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে শিশুটি। কিন্তু, শিশুটির অবস্থা, তার মায়ের কাতর আবেদনেও মন গলেনি পুলিশকর্মীদের।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নালন্দায় এক ইথানল ফ্যাক্টরির উদ্বোধনে গিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ফ্যাক্টরি উদ্বোধনের পরই তিনি পটনা ফিরে আসেন। মুখ্যমন্ত্রীর আসার পথে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে তৎপর পুলিশ। সেজন্যই যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফিরবেন, সেই রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয় পুলিশ। মুখ্যমন্ত্রীর কনভয় পাশ করানোর জন্য যে সময় যান চলাচল আটকানো হয়, দুর্ভাগ্যবশত, সেই সময়ই ওই রাস্তায় এসে পড়ে অ্যাম্বুলেন্সটি।

অ্যাম্বুলেন্সের চালক জানান, ফাতুহা থেকে শিশু রোগী নিয়ে তিনি পটনা যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর কনভয় পাশ করানোর জন্য তাঁর অ্যাম্বুলেন্সটিও আটকে দেওয়া হয়। কিন্তু, ছোট্ট শিশুর প্রাণ সংশয় রয়েছে জানিয়ে তিনি সেখানে কর্তব্যরত পুলিশকর্মীকে অ্যাম্বুলেন্সটি যেতে দেওয়ার আবেদন জানান। কিন্তু, পুলিশকর্মীরা শিশুটির অবস্থা, তার উদ্বিগ্ন মা-কে দেখেও অ্যাম্বুলেন্সটি যেতে দেয়নি।

এরপর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় পাশ করার পর অন্যান্য গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সটিও যাওয়ার অনুমতি পায়। সবমিলিয়ে, প্রায় এক ঘণ্টা রোগী নিয়ে মাঝরাস্তায় আটকে ছিল অ্যাম্বুলেন্সটি। যার পরিণতি, অ্যাম্বুলেন্সের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে শিশুটি। উদ্বিগ্ন হয়ে পড়েন অসহায় মা। এই ঘটনায় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ উঠেছে।

যদিও এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। মাস খানেক আগেও একইভাবে মুখ্যমন্ত্রীর কনভয় পাশ করানোর জন্য রোগী-সহ একটি অ্যাম্বুলেন্স আটকে দেওয়া হয়েছিল। পরে ঘটনাটি নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড় হলে ওই পুলিশকর্মীকে চিহ্নিত করা হয়। কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।