
নয়া দিল্লি: অপেক্ষার প্রহর শেষ। আগামিকাল, শনিবারই রাজধানীতে বসছে জি-২০ সম্মেলন (G-20 Summit)। চরম কর্মব্যস্ততা জি-২০ সম্মেলন নিয়ে। তার মাঝেই একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জানা গিয়েছে, দুইদিনের জি-২০ সম্মেলনের মাঝেই ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron), বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) রয়েছেন। সূত্রের খবর, জি-২০ সম্মেলনের আগের দিন, অর্থাৎ আজ শুক্রবার থেকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। শনি ও রবিবার জি-২০ সম্মেলনের ফাঁকেও তিনি একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করবেন।
সূত্রের খবর, আজ, ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর বাসভবনেই দুই রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মরিশাসের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
৯ সেপ্টেম্বর, জি-২০ সম্মেলনের প্রথম দিনে ব্রিটেন, জাপান, জার্মানি ও ইটালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। জি-২০ সম্মেলনে দ্বিতীয় দিনে, ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মধ্য়াহ্নভোজে দেখা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গে। এরপরে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া কোমোরস, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল ও নাইজেরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।