Hindi MBBS Books: হিন্দি ভাষায় ডাক্তারি পড়ার বই প্রকাশ করলেন অমিত শাহ, শিগগিরই হিন্দিতে পড়া যাবে ইঞ্জিনিয়ারিংও

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 16, 2022 | 3:54 PM

Amit Shah Launches First Hindi MBBS Books: আজকের দিনটি ভারতের শিক্ষা ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন অমিত শাহ। তাঁর মতে এদিনের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Hindi MBBS Books: হিন্দি ভাষায় ডাক্তারি পড়ার বই প্রকাশ করলেন অমিত শাহ, শিগগিরই হিন্দিতে পড়া যাবে ইঞ্জিনিয়ারিংও
প্রথম হিন্দি ভাষায় এমবিবিএস কোর্সের বই প্রকাশ অনুষ্ঠানে অমিত শাহ এবং শিবরাজ সিং চৌহান

Follow Us

ভোপাল: রবিবার (১৬ অক্টোবর) মধ্য প্রদেশের ভোপালে, ভারতের প্রথম হিন্দি ভাষায় এমবিবিএস কোর্সের বই প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বইগুলির মাধ্যমে হিন্দি ভাষায় চিকিৎসা শিক্ষা গ্রহণ করা যাবে। মধ্য প্রদেশ সরকার যে হিন্দি ভাষায় শিক্ষাদানের প্রকল্প গ্রহণ করেছে, তারই অধীনে এই এমবিবিএস কোর্সের বইগুলি প্রকাশ করা হল। দেশের প্রথম রাজ্য হিসেবে হিন্দি ভাষায় এমবিবিএস কোর্স শুরু করেছে মধ্যপ্রদেশ। এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও উপস্থিত ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে অনুযায়ী প্রাথমিকভাবে, হিন্দিতে পড়াশোনা করার জন্য এমবিবিএস কোর্সের তিনটি বিষয় নির্বাচন করা হয়েছে। অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি বিষয়ের বইগুলির হিন্দি সংস্করণই এদিন প্রকাশ করেন অমিত শাহ। আজকের দিনটি ভারতের শিক্ষা ক্ষেত্রের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে দাবি করে অমিত শাহ আরও জানিয়েছেন, শীঘ্রই ইঞ্জিনিয়ারিং কোর্সের পড়াশোনাও হিন্দিতে করা যাবে। এর জন্য ইঞ্জিনিয়ারিং কোর্সের বইগুলি হিন্দিতে অনুবাদের কাজ শুরু করা হয়েছে।

অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি – প্রাথমিকভাবে, হিন্দিতে এই তিন বিষয়ে পড়াশোনা করা যাবে

অমিত শাহ বলেন, “ভারতের শিক্ষা ক্ষেত্রের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে যখন ইতিহাস লেখা হবে, এই দিনটির কথা স্বর্ণাক্ষরে লেখা হবে। আজ হিন্দিতে চিকিৎসা শিক্ষা শুরু হচ্ছে। কিছু দিনের মধ্যে হিন্দিতে ইঞ্জিনিয়ারিংও পড়া শুরু হবে। সারাদেশে আটটি ভাষায় ইঞ্জিনিয়ারিং বই অনুবাদের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই দেশের সমস্ত শিক্ষার্থীরা তাদের মাতৃভাষায় প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ের পড়াশোনা করতে পারবেন। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন বিজেপি সরকার, দেশে প্রথমবার হিন্দিতে চিকিৎসা শিক্ষা শুরু করে প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছা পূরণ করল।”

এদিন, একদিনের সফরে মধ্য প্রদেশে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হিন্দি ভাষায় এমবিবিএস কোর্সের বই প্রকাশের পর, গোয়ালিয়রের বিজয়রাজে সিন্ধিয়া বিমানবন্দরে নতুন টার্মিনাল বিল্ডিং এবং সম্প্রসারিত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর তিনি ভোপালের মেলার মাঠে আরও এক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

Next Article