AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah vs Rahul Gandhi: ‘আমি কী বলব, আমার সিদ্ধান্ত…’, রাহুলকে ‘বসিয়ে’ ভোটচুরির খতিয়ান দিলেন শাহ

Parliament Winter Session: বুধের অধিবেশনে এসআইআর আলোচনায় বারংবার বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। যার পাল্টা এদিন সংসদে কংগ্রেস জমানায় হওয়া ভোটচুরির খতিয়ান পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসের আমলে তিনবার ভোটচুরি হয়েছে বলেই অভিযোগ তাঁর। যা ঘিরে সরগরম শীতকালীন অধিবেশন।

Amit Shah vs Rahul Gandhi: 'আমি কী বলব, আমার সিদ্ধান্ত...', রাহুলকে 'বসিয়ে' ভোটচুরির খতিয়ান দিলেন শাহ
বাঁদিকে অমিত শাহ, ডানদিকে রাহুল গান্ধীImage Credit: PTI
| Updated on: Dec 10, 2025 | 8:39 PM
Share

নয়াদিল্লি: মুখোমুখি রাহুল-শাহ। গরম হয়ে উঠল লোকসভার আবহাওয়া। সুর চরমে তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, ‘আমি কি বলব, তা আমার সিদ্ধান্ত’। এরপর শাসক শিবিরের সজোরে হাততালি। বুধবার এসআইআর নিয়ে আলোচনা চলছিল লোকসভায়। উপস্থিত ছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ভোটচুরি থেকে কমিশনের নিরপেক্ষতা, নানা বিষয়েই তোপ দেগেছেন রাহুল। যার জবাব দিতে ছাড়েননি শাহও। এর মাঝেই দেখা গেল আরও নজরকাড়া বিবাদ। সুর সপ্তমে তুলে রাহুলের উদ্দেশে শাহ বললেন, ‘আমি কি বলব, তা আমার সিদ্ধান্ত।’ কিন্তু কেন?

এদিন শাহের ভাষণের সময়ই হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে পড়েন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চ্যালেঞ্জ ছুড়ে দেন শাহের দিকে। বলেন, ‘অমিত শাহজি আমি আপনাকে চ্য়ালেঞ্জ করছি, সাংবাদিকদের সামনে আমার সঙ্গে বিতর্ক করুন। পাশাপাশি, এখন উত্তর প্রদেশ এবং হরিয়ানায় হওয়া নির্বাচন নিয়েও আলোচনা করুন।’

এরপরেই রাহুলকে পাল্টা জবাব শাহের। কড়া সুরে বুঝিয়ে দেন ‘সংসদীয় নীতি’। অমিত শাহ বলেন, ‘আমি ৩০ বছর ধরে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করছি। সংসদীয় নিয়ম-নীতি সম্পর্কে আমার অভিজ্ঞতার অভাব নেই। বিরোধী দলনেতা আমাকে বলছেন, আগে তাঁর প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই, আপনার নির্দেশ মেনে সংসদ চলবে না। আমি কী বলব, কখন বলব, সবটাই আমার সিদ্ধান্ত।’

এখানেই থেমে থাকেননি তিনি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্দেশে তিনি বলেন, ‘ওনার ধৈর্য্য ধরা উচিত। ওনার প্রতিটি প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু আমি কখন, কী বলব তা আমি ঠিক করব। উনি সেই বিষয়ে প্রভাব খাটাতে পারেন না।’

উল্লেখ্য, বুধের অধিবেশনে এসআইআর আলোচনায় বারংবার বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। যার পাল্টা এদিন সংসদে কংগ্রেস জমানায় হওয়া ভোটচুরির খতিয়ান পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কংগ্রেসের আমলে তিনবার ভোটচুরি হয়েছে বলেই অভিযোগ তাঁর। শাহের দাবি, ‘স্বাধীনতার পর কংগ্রেসের সভাপতিত্ব নির্বাচনে সর্দার বল্লভভাই প্যাটেল ২৮টি ভোট পেয়েছিলেন। অন্যদিকে, জওহরলাল নেহরু পেয়েছিলেন মাত্র দু’টি ভোট। এরপরেও তাঁকেই সভাপতি করা হয়েছিল।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় ভোটচুরি করেছিলেন ইন্দিরা গান্ধী। সেটা জরুরি অবস্থার সময়। আর তৃতীয় ভোটচুরি করেছিলেন, সনিয়া গান্ধী। শাহের দাবি, এই দেশের নাগরিক হওয়ার আগে সনিয়া ভোটার হয়েছিলেন। যা অবৈধ।