Amit Shah: কংগ্রেস সাংসদের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার, ইন্ডিয়া জোটের শরিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন শাহর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 10, 2023 | 8:31 PM

Crores cash recovered: বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় গত বছর শিরোনামে উঠে এসেছিলেন বাংলার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, এককথায় অপা-র নাম। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৫০ কোটির বেশি টাকা।

Amit Shah: কংগ্রেস সাংসদের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার, ইন্ডিয়া জোটের শরিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন শাহর
অমিত শাহ।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় গত বছর শিরোনামে উঠে এসেছিলেন বাংলার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, এককথায় অপা-র নাম। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন কংগ্রেস সাংসদ (Congress MP) ধীরজ সাহু। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৫০ কোটির বেশি টাকা। এবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা ঘটনায় তিনি হতবাক এবং ইন্ডিয়া জোটের অন্য শরিকেরা কেন বিষয়টি নিয়ে মুখ খুলছে না, তা নিয়েও প্রশ্ন তুললেন শাহ (Amit Shah)।

কংগ্রেস-সহ বিজেপি-বিরোধী দলগুলি সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে অভিযোগেও সরব হয়েছে। এবার কংগ্রেস সাংসদের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় বিরোধীদের তোলা সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে ২৫০ কোটির বেশি টাকা উদ্ধারের প্রসঙ্গ তুলে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, “আমি হতবাক। স্বাধীনতার পর, এক সাংসদের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনা এটা। কোটি-কোটি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু, এই দুর্নীতি নিয়ে সমগ্র ইন্ডিয়া জোট নীরব।” দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা তুলে শাহ আরও বলেন, “আমি বুঝতে পেরেছি কংগ্রেস নীরব কারণ এটা তাদের স্বভাব। কিন্তু, JDU, RJD, DMK, and SP- সবাই নীরব।” এপ্রসঙ্গে বিরোধীদের তোলা অভিযোগই পাল্টা তুলে ধরে অমিত শাহ বলেন, “এখন আমি বুঝতে পারছি, কেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রচার করা হচ্ছে। কারণ তাদের মনে ভয় রয়েছে যে, তাদের সব দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে।”

প্রসঙ্গত, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহু। তিনি ঝাড়খণ্ডের সাংসদ হলেও ওড়িশাতেও তাঁর বাড়ি রয়েছে। গত বুধবার তাঁর ঝাড়খণ্ড ও ওড়িশার বাড়িতে হানা দেয় আয়কর দফতর। সেদিনই তাঁর বাড়ির আলমারি ও বাক্স থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়। তারপর টানা কয়েকদিন ধরে তল্লাশি চলে। শনিবার সকাল পর্যন্ত ২৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তখনও বেশ কয়েকটি বস্তা গোনা বাকি ছিল। এছাড়া তাঁর ঘনিষ্ঠ সহকারীর বাড়ি থেকেও কোটি-কোটি টাকা উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।

Next Article