Amit Shah vs Rahul Gandhi: অমিতজির হাত-পা কাঁপছিল, খুব চাপে রয়েছেন: রাহুল
Rahul on Amit Shah: এরপরেই সুর সপ্তমে চড়ান অমিত শাহ। বলেন, 'সংসদীয় নিয়ম-নীতি সম্পর্কে আমার বহু বছরের অভিজ্ঞতা। বিরোধী দলনেতা আমাকে বলছেন, আগে তাঁর প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই, আপনার নির্দেশ মেনে সংসদ চলবে না। আমি কী বলব, কখন বলব, সবটাই আমার সিদ্ধান্ত।'

নয়াদিল্লি: বুধবার গরম-গরম বাক্য বিনিময়। দিন পেরতেই রাহুল বললেন, ‘অমিত শাহ চাপে রয়েছেন।’ ভরা সংসদে রাহুলকে শাহের ‘ধমক’ এখন হয়ে উঠেছে জাতীয় রাজনীতির মুচমুচে চর্চার অংশ। বৃহস্পতিবার সেই নিয়েই সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন লোকসভার বিরোধী দলনেতা।
ঠিক কী হয়েছিল বুধবার?
এসআইআর নিয়ে আলোচনা চলছে। বক্তব্য পেশ করা হয়ে গিয়েছে রাহুলের। সবে বলতে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যেই হঠাৎ করে শাহের ভাষণের মাঝে ঢুকে পড়েন রাহুল। উঠে দাঁড়িয়ে বলেন, ‘আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সাংবাদিকদের সামনে আমার সঙ্গে বিতর্ক করুন। উত্তর প্রদেশ এবং হরিয়ানার নির্বাচন নিয়েও কিছু বলুন।’
এরপরেই সুর সপ্তমে চড়ান অমিত শাহ। বলেন, ‘সংসদীয় নিয়ম-নীতি সম্পর্কে আমার বহু বছরের অভিজ্ঞতা। বিরোধী দলনেতা আমাকে বলছেন, আগে তাঁর প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই, আপনার নির্দেশ মেনে সংসদ চলবে না। আমি কী বলব, কখন বলব, সবটাই আমার সিদ্ধান্ত।’
মুখ খুললেন রাহুল
বুধবার অমিত শাহের ‘ধমকের’ পর আর কোনও রকম উচ্চবাচ্য করেননি বিরোধী দলনেতা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল তুলে ধরে ‘মানসিক চাপের কথা’। এমনকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর উদ্দেশে অকথ্য শব্দ প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিন রাহুল বলেন, ‘উনি খুব চাপে রয়েছেন। উল্টোপাল্টা কথা বলে ফেলেছেন। হাত-পা কাঁপছিল। মানসিক ভাবে খুব চাপে রয়েছে। গোটা দেশ দেখেছে। আমি যে সকল কথাগুলো বললাম, তার তো জবাবই দিলেন না। আমি তো ওনার মুখের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। কিন্তু উনি তো কিছুই জবাব দিলেন না।’
