নয়াদিল্লি: টানা তিন দিনের সফর। বেরবেন রাতেই। মণিপুরে যখন ধাপে ধাপে চড়ছে অশান্তির পারদ, সেই আবহেই উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার রাতেই অসমের যোজরহাটের উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সেখান থেকে যাবেন গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। সেখানেই লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে কাটাবেন আজকের রাতটা। সম্প্রতি, এই পুলিশের ব্যারাকের সংস্করণের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। যার জন্য মোট ১৬৭ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। শনির সকালেই হবে সেই ব্যারাকেই উদ্বোধন ও তারপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের সংস্করণের কাজ। যার জন্য আবার ধার্য করা হয়েছে প্রায় ৪২৫ কোটি টাকা।
দেড়গাঁও-তে নিজের কর্মসূচি শেষে শনিবারেই স্বরাষ্ট্রমন্ত্রী রওনা দেবেন মিজোরামের উদ্দেশে। সম্প্রতি মিজোরামের রাজধানী আইজল থেকে ১৫ কিলোমিটার দূরে জোখাওসাংয়ে অসম রাইফেলসকে স্থানান্তরিত করার কাজ শুরু করা হয়েছে। মিজোরামে গিয়ে সেই স্থানান্তরিত অনুষ্ঠানেই যোগ দেবেন শাহ। তারপর সন্ধ্যায় ফিরে আসবেন গুয়াহাটিতে।
শনির রাত গুয়াহাটিতে কাটিয়েই রবিবার অসমের দোতমার দিকে রওনা দেবেন তিনি। সেখানে আবার তুঙ্গে আয়োজন। বোরো ছাত্র সংগঠনের ৫৭ তম বার্ষিক সম্মেলন ঘিরে অসমের এই দোতমা এলাকায় এখন উৎসবের মরসুম। আর সেই উৎসবেই যোগ দেবেন শাহ। শুধুই স্বরাষ্ট্রমন্ত্রী নয়, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও।
বোরো অনুষ্ঠান সেরে দুপুরেই গুয়াহাটিতে ফিরবেন অমিত শাহ। সেখানে এসে উত্তর-পূর্ব ভারতের আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় ন্যয় সংহিতার সেই রাজ্যগুলিতে রূপায়ন নিয়ে বৈঠক সারবেন তিনি। তারপর রাতের দিকে ফের ফিরবেন নয়াদিল্লি। এক কথায়, শাহের সফরনামায় ঠাসা কর্মসূচি।