Amrit Bharat Station: পানাগড় সহ বাংলার তিন স্টেশনের ভোলবদল, দেখে নিন পুরো তালিকা

Amrit Bharat Station: ২০২২ সালে 'অমৃত ভারত' স্টেশন স্কিম চালু করে কেন্দ্রীয় সরকার। স্টেশনগুলিকে উন্নততর করার জন্য বড় পরিকল্পনা করা হয়েছে রেলের তরফে।

Amrit Bharat Station: পানাগড় সহ বাংলার তিন স্টেশনের ভোলবদল, দেখে নিন পুরো তালিকা

Jul 29, 2025 | 3:10 PM

তামিলনাড়ু: দেশের রেল পরিষেবা আধুনিকতার এক অন্য পর্যায়ে প্রবেশ করেছে। তামিলনাড়ুতে গিয়ে এ কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি তামিলনাড়ুর টুথুকুড়িতে এক সভায় গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শুধুমাত্র ওই রাজ্যেই ৭৭টি স্টেশন পড়ছে অমৃত ভারত স্কিমের আওতায়।

২০২২ সালে ‘অমৃত ভারত’ স্টেশন স্কিম চালু করে কেন্দ্রীয় সরকার। স্টেশনগুলিকে উন্নততর করার জন্য বড় পরিকল্পনা করা হয়েছে রেলের তরফে।

মূলত রেল স্টেশনগুলিকে আরও পরিচ্ছন্ন করার জন্য, আরও বেশি আরামদায়ক করার জন্য অমৃত ভারত স্কিম চালু করেছে ভারত। সেখানে থাকবে টয়লেট, লিফট, এসক্যালেটর, ওয়াই ফাই, লাউঞ্জ এমনকী বিজনেস মিটিং করারও জায়গা রয়েছে।

ধাপে ধাপে রেল স্টেশনগুলিকে উন্নত করার কাজ চলছে এই প্ল্যানিং-এ। এই স্কিমের আওতায় পড়ছে মোট ১৩০০ স্টেশন। গত মে মাসে ১০৩টি রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। দেশের মোট ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১০৩টি রেল স্টেশন উদ্বোধন করা হয়েছে। এগুলির ভোলবদলে খরচ হবে ১১০০ কোটি টাকা। সেই তালিকায় রয়েছে বাংলার একাধিক স্টেশনও।

দেখে নিন প্রথম ধাপের পুরো তালিকা

অন্ধ্রপ্রদেশ: সুলুরুপেটা

অসম: হাইবরগাঁও

বিহার: পিরপইন্টি, থাওয়ে

ছত্তিশগড়: ডোঙ্গারগড়, ভানুপ্রতাপপুর, ভিলাই, উরকুরা, অম্বিকাপুর

গুজরাট: সমখিয়ালি, মোরবি, হাপা, জাম ওয়ান্থালি, কানালুস জংশন, ওখা, মিঠাপুর, রাজুলা জংশন, সিহোর জংশন, পালিতানা, মহুয়া, জাম যোধপুর, লিম্বডি, দেরোল, করমসাদ, উত্রান, কোসাম্বা জংশন, ডাকোর

হরিয়ানা: মান্ডি ডাবওয়ালি

হিমাচল প্রদেশ: বৈজনাথ পাপরোলা

ঝাড়খণ্ড: শঙ্করপুর, রাজমহল, গোবিন্দপুর রোড

কর্নাটক: মুনিরাবাদ, বাগালকোট, গদগ, গোকাক রোড, ধারওয়াদ

কেরল: ভাদাকারা, চিরায়িংকিজ

মধ্যপ্রদেশ: শাজাপুর, নর্মদাপুরম, কাটনি দক্ষিণ, শ্রীধাম, সিওনি, ওরছা

মহারাষ্ট্র: পারেল, চিঞ্চপোকলি, ভাদালা রোড, মাটুঙ্গা, শাহাদ, লোনন্দ, কেদগাঁও, লাসালগাঁও, মূর্তিজাপুর জংশন, দেবলালি, ধুলে, সাভদা, চান্দা ফোর্ট, এনএসসিবি ইটওয়ারি জংশন, আমগাঁও

পুদুচেরি: মাহে

রাজস্থান: ফতেহপুর শেখাওয়াটি, রাজগড়, গোবিন্দ গড়, দেশনোকে, গোগামেরি, মান্দাওয়ার মহুয়া রোড, বুন্দি, মণ্ডল গড়

তামিলনাড়ু: সামলপট্টি, তিরুভান্নামালাই, চিদাম্বরম, বৃদ্ধাচলম জংশন, মান্নারগুড়ি, পোলুর, শ্রীরঙ্গম, কুলিতুরাই, সেন্ট থমাস মাউন্ট

তেলেঙ্গনা: বেগমপেট, করিমনগর, ওয়ারাঙ্গল

উত্তরপ্রদেশ: বিজনর, সাহারানপুর জংশন, ইদগাহ আগ্রা জংশন, গোবর্ধন, ফতেহাবাদ, কারচানা, গোবিন্দপুরী, পোখরায়ন, ইজ্জতনগর, বেরেলি শহর, হাতরাস সিটি, উঝানি, সিদ্ধার্থ নগর, স্বামীনারায়ণ চাপিয়া, মাইলানি জংশন, গোলা গোকরননাথ, রামঘাট হাল্ট, সুরাইমানপুর, বলরামপুর

পশ্চিমবঙ্গ: পানাগড়, কল্যাণী ঘোষপাড়া, জয়চণ্ডী পাহাড়