Independence Day: আবার শুরু পাকিস্তানের শয়তানি? স্বাধীনতা দিবসের আগেই ছিল ভয়ঙ্কর প্ল্যান, ধরে ফেললেন গোয়েন্দারা

Arms Recovery: ডিজিপি জানান, গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়ার সহযোগী নভ পান্ডোরির দায়িত্ব ছিল এই বিপুল অস্ত্র পাচারের। ধৃত ৫ জন অস্ত্র পাচারের নেটওয়ার্ক চালাত পঞ্জাব সীমান্ত জুড়ে।

Independence Day: আবার শুরু পাকিস্তানের শয়তানি? স্বাধীনতা দিবসের আগেই ছিল ভয়ঙ্কর প্ল্যান, ধরে ফেললেন গোয়েন্দারা
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 27, 2025 | 11:50 AM

সুমন মহাপাত্র ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট

অমৃতসর: আবারও দেশে বড়সড় হামলার ছক? আরও ভয়ঙ্কর আঘাত পরিকল্পনা ছিল দেশের বুকে? স্বাধীনতা দিবসের আগে আরও এক বড় নাশকতার ছক বানচাল। পাকিস্তানের গুপ্তচর সংস্থার মদতপ্রাপ্ত আন্তঃসীমান্ত চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করল অমৃতসর গ্রামীণ পুলিশ।

স্বাধীনতা দিবসের আগে গোটা দেশজুড়েই নজরদারি চালানো হচ্ছে। আর তাতেই মিলল সাফল্য। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় অমৃতসর গ্রামীণ পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর তাতেই ধরা পড়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট চোরাচালান নেটওয়ার্কের ৫ জন। তাদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়।

অস্ত্রের মধ্যে ২টি ম্যাগাজিন সহ AK Saiga 308 অ্যাসল্ট রাইফেল, ৪টি ম্যাগাজিন সহ দুটি ৯ মিমি পিস্তল, ৯০টি  একে রাইফেল, ১০টি তাজা কার্তুজ (৯ মিমি), সাড়ে ৭ লক্ষ টাকা নগদ, একটি গাড়ি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দেশের অন্দরে স্লিপার সেল তৈরি করার পরিকল্পনা ছিল এদের, এমনটাই অনুমান পুলিশের।

উদ্ধার অস্ত্রশস্ত্র।

পঞ্জাব পুলিশের ডিজিপি জানান, গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়ার সহযোগী নভ পান্ডোরির দায়িত্ব ছিল এই বিপুল অস্ত্র পাচারের। ধৃত ৫ জন অস্ত্র পাচারের নেটওয়ার্ক চালাত পঞ্জাব সীমান্ত জুড়ে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।