Viral Video: বারে নর্তকীর সঙ্গে নাচ পুলিশ অফিসারের, ভিডিয়ো দেখলে চমকে উঠবেন
Police Officer suspended after viral video: ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক বার নর্তকীর সঙ্গে নাচছেন এক পুলিশকর্মী। তবে অনেকে বলছেন, ভিডিয়োতে যা দেখা গিয়েছে, সেটা ঠিক নাচ হয়। ওই নতর্কীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন পুলিশকর্মী। তাঁকে জড়িয়ে ধরেন। কখনও দেখা যায়, টাকা বের করে মহিলা ব্লাউজের মধ্যে সেই টাকা গুঁজে দিলেন ওই পুলিশকর্মী।

ভোপাল: কনস্টেবলের জন্মদিন। বারে আয়োজন করা হল অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গেল। পুলিশকর্মীদের এ কী অবস্থা? এই নিয়ে সমালোচনা বাড়তেই পদক্ষেপ করা হল। বার্থ ডে ওই কনস্টেবল ও এক এএসআই-কে তড়িঘড়ি সাসপেন্ড করা হল। ঘটনাটি মধ্য প্রদেশের। কিন্তু, কী এমন রয়েছে ওই ভিডিয়োতে, যার জন্য সাসপেন্ড করা হল দুই পুলিশকর্মীকে। সেই ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল।
NCMIndia Council For Men Affairs নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, সাসপেন্ড হওয়া দুই পুলিশকর্মী হলেন দাতিয়ার সিভিল লাইন্স পুলিশ স্টেশনের এএসআই সঞ্জীব গৌড় এবং কনস্টেবল রাহুল বৌদ্ধ। কনস্টেবল রাহুলের জন্মদিন উপলক্ষ্যে একটি বারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়।
ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, এক বার নর্তকীর সঙ্গে নাচছেন এক পুলিশকর্মী। তবে অনেকে বলছেন, ভিডিয়োতে যা দেখা গিয়েছে, সেটা ঠিক নাচ হয়। ওই নতর্কীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন পুলিশকর্মী। তাঁকে জড়িয়ে ধরেন। কখনও দেখা যায়, টাকা বের করে মহিলা ব্লাউজের মধ্যে সেই টাকা গুঁজে দিলেন ওই পুলিশকর্মী। ওই নতর্কীকেও দেখা যায় পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচতে। পুলিশকর্মী ওই সময় রীতিমতো মদ্যপ অবস্থায় ছিলেন বলে অনেকের বক্তব্য।
ASI Sanjeev Gaud and Constable Rahul Boudh posted at Civil Lines Police Station in Datia, MP were suspended after a video surfaced of their stunning dance performance in a bar with dancers. The party was organized to celebrate the birthday of constable Rahul Boudh. Moral of the… pic.twitter.com/8QarNpUOc1
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) September 8, 2025
একজন পুলিশকর্মী এভাবে বারে নাচতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। ওই এক্স হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করে নীতি কথা হিসেবে লেখা হয়েছে, ‘আপনি যখন মদ্যপ অবস্থায় থাকবেন, তখন রিল তৈরি করবেন না।’
