Earthquake: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পড়শি রাজ্য, উৎপত্তিস্থল শিলিগুড়ির দক্ষিণ-পশ্চিমেই

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 12, 2023 | 11:43 AM

Earthquake: সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল বিহার। কম্পনের মাত্রা ৪.৩।

Earthquake: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পড়শি রাজ্য, উৎপত্তিস্থল শিলিগুড়ির দক্ষিণ-পশ্চিমেই
Image Credit source: ANI

Follow Us

পটনা: বুধবার ভোরে আচমকা দুলে উঠল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য বিহার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, বিহারের আরারিয়াতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। আজ ভোর ৫ টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। এদিকে এই কম্পন নেপাল ও বাংলাদেশের কিছু কিছু জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিহারের পূর্ণিয়ায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। জানা গিয়েছে, ১০ ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরের এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। বিহারের এই কম্পন নেপাল ও বাংলাদেশেও সামান্য অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে জানানো হয়েছে, “ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৪.৩। ১২-০৪-২০২৩ তারিখে ভারতীয় সময়ে ৫:৩৫:১০-এ কম্পন অনুভূত হয়। অক্ষাংশ: ২৫.৯৮ এবং দ্রাঘিমাংশ: ৮৭.২৬-এ এই ভূমিকম্পের উৎপত্তি। গভীরতা: ১০ কিমি। অবস্থান: শিলিগুড়ি থেকে ১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে।” তবে বুধের সকালে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সোশ্যাল মিডিয়ায় অনেকে এই কম্পনের অনুভূতির কথা জানান। বিহারের ভাগলপুর, কাটিহার, কিষাণগঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

Next Article