ফের কেঁপে উঠল লাদাখ, পরপর দু’দিন ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা

ঈপ্সা চ্যাটার্জী |

May 22, 2021 | 10:00 AM

পার্বত্য অঞ্চলে বাড়ি হওয়ায় লাগাতার ভূমিকম্পে বাড়ির ভিত আলগা হয়ে যেতে পারে ও যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের।

ফের কেঁপে উঠল লাদাখ, পরপর দুদিন ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা
প্রতীকী চিত্র।

Follow Us

লাদাখ: একে তো করোনা সংক্রমণ, তার উপর আবার ভূমিকম্প। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও জানা যায়নি।

চলতি বছরের মার্চ মাসের পর ফের একবার কেঁপে উঠল লাদাখ। এ দিন সকালে রিখটার স্কেলে ৩.৬ তীব্রতার কম্পন অনুভূত হয় লাদাখে, এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

জানা গিয়েছে, লাদাখের কার্গিলের আশেপাশে ভূমিকম্পের তীব্রতা অনুভব করা যায়। মাটির নীচে ৪০ কিলোমিটীর গভীর থেকে এই কম্পন হয়েছে। এর আগে শুক্রবারও সকাল ১১টা ২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২।

পরপর দু’দিন সকালে ভূমিকম্প হওয়ায় বেশ অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গম পার্বত্য অঞ্চলে বাড়ি হওয়ায় লাগাতার ভূমিকম্পে বাড়ির ভিত আলগা হয়ে যেতে পারে ও যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News Live: ফের ৪ হাজারের গণ্ডিতে মৃতের সংখ্যা, দৈনিক আক্রান্ত ২ লক্ষ ৫৭ হাজার

  

Next Article