AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahakumbh: মাথার ওপর ফলান গাছ, সে গাছে জলও দেন ‘আনাজ বাবা’, পাগড়ি খুলতেই সবাই অবাক, এরকমও হয় নাকি!

Mahakumbh: পাঁচ বছর ধরে এভাবেই ঘুরে বেড়াচ্ছেন আনাজ বাবা। মাথায় ফলছে, ধান, গম বা মিলেট। আসল রহস্য কী, তা জানতে অনেকেই আগ্রহী ছিলেন। অবশেষে সামনে এল সেই সত্যিটা।

Mahakumbh: মাথার ওপর ফলান গাছ, সে গাছে জলও দেন 'আনাজ বাবা', পাগড়ি খুলতেই সবাই অবাক, এরকমও হয় নাকি!
আনাজ-বাবাImage Credit: Facebook
| Updated on: Jan 15, 2025 | 11:45 PM
Share

প্রয়াগরাজ: দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তরা হাজির হয়েছেন মহাকুম্ভে। একেকজনকে দেখে তো ভক্তরা অবাক হয়ে যাচ্ছেন। আইআইটি পাশ করা সাধু যখন নেট দুনিয়ায় ভাইরাল, সেই কুম্ভমেলাতেই তখন দেখা মিলেছে আরও এক সাধুর, যাঁরা মাথাটাই যেন আস্ত বাগান! এমন অদ্ভুত বিষয়, যা বিশ্বাস করতেই অসুবিধা হয় অনেকের। মহাকুম্ভে উপস্থিত সেই ‘বাবা’র নাম ‘অনজ বাবা’।

এ এক অদ্ভুত সাধনা তাঁর। তাঁর সেই সাধনা কারও কারও কাছে মজার বলে মনে হয়েছিল, কেউ কেউ বিস্মিত হয়েছিলেন, আবার কেউ কেউ সন্দেহও প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত তিনি যখন পাগড়ি খুলে ফেললেন, তখন তো সাধারণ মানুষ অবাক। এমনও হয়! এটাও সম্ভব! একথাই মনে মনে ভাবেন সবাই।

অনেকেই আশা করেননি যে ওই সাধুর মাথায় শস্যের শিকড় পর্যন্ত পাওয়া যাবে। তখনই সবার সব সন্দেহ দূর হয়ে যায়। ওই সাধুকে সবাই ‘আনাজ বাবা’ বলেই সম্বোধন করেন। তাঁর মাথায় বাঁধা পাগড়ি, আর মাথার ওপরে লাগানো চারা গাছ। বিষয়টা কী, তা বোঝার জন্য কয়েকজন ইউটিউবার তাঁকে পাগড়ি খুলে ফেলতে বলেন। তাতেই বোঝা যায়, ফসলটি আসল নাকি নকল। সেই সময় তিনি রেগে যান। কিন্তু পরে তাঁর ভিডিয়ো ভাইরাল হয়, দেখা যায় ওই সাধু নিজেই দেখাচ্ছেন যে তাঁর মাথার ফসলটি নকল নয়।

আসলে গাছ বাঁচানোর বার্তা দিতে এভাবেই দিনের পর দিন প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। মাথায় প্রকৃতপক্ষেই চারা গাছ চাষ করেন তিনি। সেগুলোর যত্ন নিতে জলও ঢালেন ওই মাথাতেই।