
অমরাবতী: ৫০০ টাকার নোট বাতিল করে দেওয়া হোক। আর্জি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর। মোদী সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি। হঠাৎ কেন এমন দাবি করলেন তিনি?
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির সভাপতি চন্দ্রবাবু নাইডুর বক্তব্য, ধাপে ধাপে ৫০০ টাকা, ১০০০ টাকা ও ২০০০ টাকার নোট বাতিল করে দেওয়া উচিত। ইতিমধ্যেই ১০০০ ও ২০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছে। এবার ৫০০ টাকার নোটও বাতিল করার দাবি।
নাইডুর বক্তব্য, দেশের সম্পূর্ণরূপে ডিজিটাল পেমেন্টের দিকে এগিয়ে যাওয়া উচিত। তাঁর দাবি, সরকার এই পদক্ষেপ করলে দুর্নীতি বন্ধ হবে। রাজনীতি ও প্রশাসনিক কাজেও স্বচ্ছতা আসবে।
অন্ধ্র প্রদেশের কাদাপা জেলায় অনুষ্ঠিত টিডিপির বার্ষিক সম্মেলন “মহানাডু”-তে নাইডু এই বক্তব্য রাখেন। নাইডু বলেন, “আজকের যুগে নগদ লেনদেন দুর্নীতির সবচেয়ে মূল অস্ত্র হয়ে উঠেছে এবং এর একমাত্র সমাধান হল ডিজিটাল অর্থনীতি।”
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও ২০১৬ সালে নোট বাতিলের পরও কেন্দ্রীয় সরকারকে এই পরামর্শ দিয়েছিলেন। সেই প্রসঙ্গও উল্লেখ করে চন্দ্রবাবু বলেন, “নোটবন্দির পর আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডিজিটাল মুদ্রা চালু করার পরামর্শ দিয়েছিলাম। যদি সেই সময় থেকে দেশটি সম্পূর্ণরূপে ডিজিটাল পেমেন্টের দিকে অগ্রসর হত, তাহলে আজ দুর্নীতি আরও কম হত।”
তিনি আরও বলেন, “আজও বেশিরভাগ রাজনৈতিক দল নগদে অনুদান গ্রহণ করে, যার ফলে কালো টাকার এখনও প্রচলন রয়েছে। কিন্তু টিডিপি এই বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং কিউআর কোডের মাধ্যমে অনুদান সংগ্রহ শুরু করেছে। এখন কোনও ব্যক্তিকে পার্টিতে অনুদান দেওয়ার জন্য নগদ অর্থ আনতে হবে না। কেবল কিউআর কোড (QR Code) স্ক্যান করে টাকা পাঠান, সব লেনদেন ট্র্যাক করা যাবে।”