Crime: একসঙ্গে দুই বয়ফ্রেন্ড, পালিয়েও গিয়েছিল ঐশ্বর্য্য, একগুঁয়ে বিয়ের জেদই এক মাসের মধ্যে মৃত্যু ডেকে আনল তেজেশ্বরের?

Crime: ঐশ্বর্য্যের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ের কথা ছিল, কিন্তু হঠাৎ বিয়ের আগেই নিখোঁজ হয়ে যায় ঐশ্বর্য্য।

Crime: একসঙ্গে দুই বয়ফ্রেন্ড, পালিয়েও গিয়েছিল ঐশ্বর্য্য, একগুঁয়ে বিয়ের জেদই এক মাসের মধ্যে মৃত্যু ডেকে আনল তেজেশ্বরের?
অন্ধ্র প্রদেশের যুবকের দেহ উদ্ধার।Image Credit source: X

|

Jun 23, 2025 | 1:40 PM

অমরাবতী: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি? এবার বলি অন্ধ্রের এক যুবক। বিয়ের এক মাস পরই তাঁর নিথর দেহ উদ্ধার হল। পরিবারের তরফে নববধূ ও তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্য়েই তাদের আটক করা হয়েছে।

অন্ধ্র প্রদেশের কুর্নুলের বাসিন্দা তেজেশ্বর (৩২)। গত ১৮ মে ঐশ্বর্য্য তাঁর বিয়ে হয়। এক মাস হতে না হতেই, গত ১৭ জুন তেজেশ্বর নিখোঁজ হয়ে যায়। আজ তাঁর দেহ পাওয়া গেল খাল থেকে।

জানা গিয়েছে, ল্য়ান্ড সার্ভেয়ার হিসাবে কাজ করত তেজেশ্বর। পাশাপাশি নাচের প্রশিক্ষকও ছিল। ঐশ্বর্য্যের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারি মাসে তাঁদের বিয়ের কথা ছিল, কিন্তু হঠাৎ বিয়ের আগেই নিখোঁজ হয়ে যায় ঐশ্বর্য্য।

কিছুদিন পরে ঐশ্বর্য্য ফিরে আসে। তেজেশ্বরের পরিবার বারবার বারণ করেছিল ঐশ্বর্য্যকে বিয়ে করতে, কিন্তু তেজেশ্বর জেদ ধরে রেখেছিল যে ঐশ্বর্য্যকেই বিয়ে করবে সে। বাধ্য হয়েই গত মে মাসে দুই পরিবার বিয়েতে রাজি হয়।

গত ১৭ জুন হঠাৎ নিখোঁজ হয়ে যায় তেজেশ্বর। আজ কুর্নুলের খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তেজেশ্বরের পরিবারের দাবি, ঐশ্বর্য্য ও তাঁর মা সুজাতা-ই খুন করেছে তেজেশ্বরকে। নিহত যুবকের পরিবারের দাবি, সুজাতার মা ব্যাঙ্কে চাকরি করত। সেই ব্যাঙ্কেরই এক কর্মীর সঙ্গে ঐশ্বর্য্যের সম্পর্ক ছিল। একসঙ্গে দুই সম্পর্ক রেখে চলছিল। পরে জোর করেই তেজেশ্বরকে বিয়ে করে।

পুলিশ ঐশ্বর্য্য ও তাঁর মা সুজাতাকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে।