‘কন্যা’ ডিএসপিকে স্যালুট ‘বাবা’ সার্কেল ইন্সপেক্টরের, আপ্লুত নেটমহল

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 05, 2021 | 1:17 PM

"ফার্স্ট ডিউটি মিট" (1st Duty Meet) নামক ওই অনুষ্ঠানে রাজ্য পুলিসের সকল কর্মীদের একে অপরের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেওয়া হয়। সেখানেই মেয়ের সামনে এসে 'বাবা' রূপে নয়, সার্কেল ইন্সপেক্টর রূপেই ডিএসপিকে স্যালুট জানান শ্যামসুন্দর। জবাবে মেয়েও বাবাকে স্যালুট জানায়।

কন্যা ডিএসপিকে স্যালুট বাবা সার্কেল ইন্সপেক্টরের, আপ্লুত নেটমহল
হাসিমুখে বাবা-মেয়ে। স্যালুট করাই এই মুহূর্তই ভাইরাল হয়েছে।

Follow Us

চিত্তোর: এক মহিলা ডিএসপি(DSP)-কে স্যালুট করছেন তারই বিভাগের সার্কেল ইন্সপেক্টর (Circle Inspector)। আপাতদৃষ্টিতে এই ছবিতে বিশেষ কোনও বিশেষত্ব না থাকলেও এর নেপথ্যের গল্পই মন জিতে নিয়েছে নেটাগরিকদের। কারণ ছবিতে যে দুজন রয়েছেন, তাঁরা আসলে সম্পর্কে বাবা-মেয়ে।

অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh)-র গুন্টুর জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট (DSP) ইয়েন্দুলুরু জেসি প্রশান্তি (Yendluru Jessy Prasanthi)-র বাবা ওয়াই শ্যামসুন্দর তাঁরই বিভাগের সার্কেল ইন্সপেক্টর। বাড়িতে বাবা-মেয়ের সম্পর্ক হলেও কর্মস্থলে মেয়েই বাবার সিনিয়র। আর রক্তের সম্পর্কের প্রভাব যে কর্মস্থলে পড়েনি, তা বোঝা গেল রাজ্য পুলিসের আয়োজিত একটি অনুষ্ঠানেই।

“ফার্স্ট ডিউটি মিট” (1st Duty Meet) নামক ওই অনুষ্ঠানে রাজ্য পুলিসের সকল কর্মীদের একে অপরের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেওয়া হয়। সেখানেই মেয়ের সামনে এসে ‘বাবা’ রূপে নয়, সার্কেল ইন্সপেক্টর রূপেই ডিএসপিকে স্যালুট জানান শ্যামসুন্দর। জবাবে মেয়েও বাবাকে স্যালুট জানায়। আর এই দৃশ্য দেখেই আপ্লুত গোটা পুলিস বিভাগ। তিরুপতির এসপি (SP) রমেশ রেড্ডিও বাবা-মেয়ের এই জুটির প্রশংসা করেন।

আরও পড়ুন: কেরলেও বার্ড ফ্লু, সংক্রমণ রুখতে মারা পড়তে পারে ৩৬ হাজার পাখি

অন্ধ্র প্রদেশ পুলিস (Andhra Pradesh Police)-র তরফে ছবিটি টুইটারে পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। পুলিস বিভাগের শেয়ার করা সেই ছবির ক্যাপশনে লেখা, “#এপি পুলিস ফার্স্ট ডিউটি মিট পরিবারকে একত্রিত করল! সার্কেল ইন্সপেক্টর শ্যামসুন্দর তাঁর নিজের মেয়ে জেসি প্রসান্তিকেই গর্ব ও সম্মানের সঙ্গে স্যালুট করছেন, যিনি পুলিসের ডেপুটি সুপারিন্টেনডেন্ট। সত্যিই বিরল ও মন ভাল করা দৃশ্য এটি।”

প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করে অন্ধ্র প্রদেশ পুলিস বিভাগ। চলতি বছরে ৪ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি অবধি তিরুপতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ২০ হাজার কোটির নয়া সংসদভবনের নির্মাণকাজে ছাড়পত্র সুপ্রিম কোর্টের

Next Article