Andhra Pradesh: স্কুলের মধ্যে বার বার জোর করত ছাত্রদের…সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সাসপেন্ড শিক্ষিকা

Andhra Pradesh: অভিযোগ ওই শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের নিজের গাড়ি ধোয়া থেকে শুরু করে নানা ব্যক্তিগত কাজ করাতে বাধ্য করত।

Andhra Pradesh: স্কুলের মধ্যে বার বার জোর করত ছাত্রদের...সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সাসপেন্ড শিক্ষিকা

Feb 07, 2025 | 8:53 PM

স্কুল প্রাঙ্গনে ছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো এবং গাড়ি ধোয়ানোর অপরাধে বরখাস্ত করা হল এক শিক্ষিকাকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাঙ্গামপেটা মণ্ডলের ভেঙ্কটাপুরম গ্রামের একটি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ ওই শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের নিজের গাড়ি ধোয়া থেকে শুরু করে নানা ব্যক্তিগত কাজ করাতে বাধ্য করত।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে। ১ ফেব্রুয়ারি একটি বিবৃতি দিয়ে পূর্ব গোদাবরী জেলার প্রশাসক পি প্রশান্তি বলেন, “এমপিইউপি স্কুলের সহকারী ইংরেজির শিক্ষিকা ড. সুশীলাকেই সেই ভিডিয়োতে ছাত্রীদের দিয়ে ব্যক্তিগত কাজ করাতে দেখা গিয়েছে। গাড়ি ধোয়ানো, চেয়ার আনা, জলের বোতল, বালিশ নিয়ে আসার মতো নানা ব্যক্তিগত কাজ করতে বাধ্য করা হত। অন্ধ্রপ্রদেশ সিভিল সার্ভিস কন্ডাক্ট আইন, ১৯৬৪ ভঙ্গ করেছেন সেই শিক্ষিকা।” শিক্ষা বিভাগের কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।