Acid Attack: ‘প্রেমের প্রস্তাবে না? দেখ…’ বলেই কোপ যুবতীকে, মুখে-শরীরে ঢেলে দিল অ্যাসিড! ভয়ঙ্কর ভ্যালেন্টাইনস ডে

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 15, 2025 | 7:48 AM

Acid Attack: কলেজ পড়ুয়া ওই যুবক তাঁরই এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই যুবতী সেই প্রস্তাবে রাজি না হতেই প্রেম এক মুহূর্তে প্রতিশোধে পরিণত হয়। প্রকাশ্যেই যুবতীকে ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত।

Acid Attack: প্রেমের প্রস্তাবে না? দেখ... বলেই কোপ যুবতীকে, মুখে-শরীরে ঢেলে দিল অ্যাসিড! ভয়ঙ্কর ভ্যালেন্টাইনস ডে
প্রতীকী চিত্র।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

অমরাবতী: ভ্য়ালেন্টাইনস ডে বলে কথা। এই দিনে মনের মানুষকে গোপন কথাটি না বললে চলে! কিন্তু যাকে মনের কথা হাজির করছেন, তার অনুভূতিও যে এক হবে, এই গ্যারান্টি তো কেউ দেয়নি। ভ্যালেন্টাইনস ডে-তে প্রেম প্রস্তাব প্রত্যাখিত হতেই চরম সিদ্ধান্ত নিল যুবক। যাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তাকেই ছুরি দিয়ে কোপাল। তাতেও রাগ মেটেনি। যুবতীর মুখে ছুড়ে মারল অ্যাসিড।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লীতে। কলেজ পড়ুয়া ওই যুবক তাঁরই এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই যুবতী সেই প্রস্তাবে রাজি না হতেই প্রেম এক মুহূর্তে প্রতিশোধে পরিণত হয়। প্রকাশ্যেই যুবতীকে ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় যখন যুবতী রাস্তায় পড়েছিল, তখন অ্যাসিড এনে তাঁর মুখে ও শরীরে ছিটিয়ে দেয়। বর্তমানে ওই যুবতী মদনপল্লীর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার তীব্র নিন্দা করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আক্রান্ত যুবতীর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা এব পরিবারকে সাহায্যেক ঘোষণা করেন তিনি। রাজ্যের দুই মন্ত্রী দেখা করেন যুবতীর বাবার সঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিও ঘটনার নিন্দা করেছেন। প্রশ্ন তুলেছেন রাজ্যের নারী নিরাপত্তা  নিয়ে।