Anil Vij slams Mehbooba Mufti : ‘মেহবুবা মুফতির কতটা ভারতীয়, প্রমাণ দেওয়া দরকার’, আক্রমণ অনিল ভিজের

Anil Vij: মেহবুবা মুফতির ডিএনএতে সমস্যা রয়েছে। তাঁকে প্রমাণ করতে হবে তিনি কতটা ভারতীয়। মন্তব্য অনিল ভিজের।

Anil Vij slams Mehbooba Mufti : 'মেহবুবা মুফতির কতটা ভারতীয়, প্রমাণ দেওয়া দরকার', আক্রমণ অনিল ভিজের
মেহবুবা মুফতিকে আক্রমণ অনিল ভিজের (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 5:12 PM

নয়া দিল্লি : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ডিএনএতে সমস্যা রয়েছে। তাঁকে প্রমাণ করতে হবে যে তিনি ভারতীয়। আজ এভাবেই মেহবুবা মুফতিকে আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ।

ভারত পাকিস্তান ক্রিকেট প্রত্যেকবার আলাদা মাত্রা এনে দেয়। ক্রীড়াপ্রেমীরা তো বটেই, রাজনীতিকদের কাছেও জোর চর্চার বিষয় হয়ে ওঠে বাইশ গজের এই লড়াই। আর রবিবার ভারতের হারের পর সেই চর্চা আরও বেড়েছে। সম্প্রতি পাকিস্তানের জয়ের পর কাশ্মীরীদের একাংশকে আনন্দোচ্ছ্বাসে মাততে দেখা গিয়েছিল। আর সেই নিয়েই সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। কিন্তু জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপির নেত্রী মেহবুবা মুফতি কাশ্মীরীদের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন, ” পাকিস্তানের জয়ে কাশ্মীরীরা যদি উচ্ছ্বসিত হয়ে থাকে, তাতে এত রাগ কেন? কেউ কেউ তো খুনের স্লোগানও তোলে। যেমন, দেশ কি গদ্দারো কো গোলি মারো…”

আর মেহবুবা মুফতির এই টুইটের পরেই তাঁকে পাল্টা আক্রমণ শানিয়েছেন হরিয়ানার বিজেপি নেতা অনিল ভিজ। তাঁর বক্তব্য, মেহবুবা মুফতির ডিএনএতে সমস্যা রয়েছে। তাঁকে প্রমাণ করতে হবে তিনি কতটা ভারতীয়।”

তার কিছুক্ষণ আগেই অনিল ভিজ় টুইট করেছিলেন, “পাকিস্তান জিতলে যখন ভারতে কেউ আতসবাজি ফাটায়, তাদের ডিএনএ কখনও ভারতীয়র ডিএনএ হতে পারে না। আপনার এলাকায় লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের চিনে রাখুন।”

উল্লেখ্য ভারত পাকিস্তান ম্যাচের পর থেকেই মহম্মদ শামির উপর আক্রমণ শানাচ্ছে এন শ্রেণির মানুষ। অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কুকথার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। পঞ্জাবের সঙ্গরুরে এক ইঞ্জিনিয়ারিং কলেজেও তাণ্ডব চলেছে বলে খবর। অভিযোগ, সেখানে কিছু কাশ্মীরী পড়ুয়ার উপর উত্তর প্রদেশের এক দল ব্যক্তি চড়াও হয়েছিল। ওই কাশ্মীরী পড়ুয়ারা নাকি পাকিস্তানকে সমর্থন করছিল খেলার সময়। আর সেই কারণেই তাদের উপর হামলা করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন : Pakistan: ‘ইসলামের জয়’, ম্যাচ জয়ের পর ভাইরাল পাকিস্তানের মন্ত্রীর ভিডিয়ো

আরও পড়ুন : Pakistan: পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষ, মৃত অন্তত ১১, জখম আরও বেশি