
কলকাতা: বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে ইডি-র নজরে তারকারা। মঙ্গলবার ইডি-র তলবে দিল্লির সদর দফতরে হাজিরা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এদিনই ডাকা হয়েছে অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও। সোমবারই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এদিন নির্দিষ্ট সময় মেনেই ইডি দফতরে হাজিরা দিয়েছেন অঙ্কুশ।
সোমবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা ইডি তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন ঠিক ১১টায় অঙ্কুশকে আসতে বলা হয়েছিল, তিনি নির্দিষ্ট সময়েই এসে পৌঁঁছেছেন। বেআইনি বেটিং অ্যাপগুলোর বিজ্ঞাপনের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের যুক্ত থাকার খবর সামনে এসেছে। বাংলার ক্ষেত্রে কেবল অভিনেত্রী মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে যুক্ত থাকতে দেখা গিয়েছে। সারা দেশে অনেক তারকাকেই এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে।
যেমন বলিউডের ক্ষেত্রে উর্বশী রাউতেলা, যাঁকে এদিনই ডাকা হয়েছে। এর পাশাপাশি সুরেশ রায়না, শিখর ধাওয়ান দুই বিখ্যাত ক্রিকেটারকেও তলব করা হয়েছিল। গত মাসেই তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, রায়নাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অ্যাপের মালিকরা কীভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, অর্থ প্রদানের পদ্ধতি কী ছিল, এবং কর সংক্রান্ত দায়িত্ব পালনে তাঁর ভূমিকা কী ছিল। শিখর ধাওয়ানকেও একই মামলায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সূত্রের খবর, এই সংস্থার তরফ থেকে যাঁরা যাঁরা টাকা পেয়েছেন, কোন কোন অফিসার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা।