আহমেদাবাদ: বর্তমান বাজারে চাকরির আকাল, এটা এখন সকলেরই জানা। করোনা মহামারি পরিস্থিতি পর, চাকরির বাজারে ক্ষরা আরও বেড়েছে। ভাইরাসের দাপটে অনেকেই চাকরি হারিয়েছেন। অনেকেই অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। এই অবস্থায় নিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকেই সরকারি চাকরি (Government Service) পাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আগে থেকেই বহু চাকরিপ্রার্থী সরকারি চাকরি পাওয়ার চেষ্টায় ছিলেন, করোনা পরিস্থিতি সেই সংখ্যাটা অনেকটাই বাড়িয়েছে। সরকারি চাকরির পরীক্ষার স্বচ্ছতা নিয়ে অনেক পরীক্ষার্থীর মনেই প্রশ্ন আছে। অনেকেই মনে করে সরকারি চাকরি মেধার ভিত্তিতে মেলে না, বরং সেখানে সুপারিশ ও রাজনৈতিক প্রভাব অনেকটাই গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের আশঙ্কা আরও সত্যি প্রমাণ করে গুজরাটে ঘটল এক অবাক করা কাণ্ড। রবিরার ফরেস্ট গার্ডে (Forest Guard Examination) নিয়োগের পরীক্ষা চলাকালীন পরীক্ষার উত্তর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এক পরীক্ষার্থীকে মেহসানা থেকে প্রশ্নের উত্তর সহ ধরা হয়। এই বিষয়টি সামনে আসার পর বিরোধীরা রাজ্য সরকারকে নিশানা করে দুর্নীতির অভিযোগ তুলেছেন।
রবিবার ফরেস্ট গার্ড পদের জন্য দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পর থেকেই পরীক্ষার উত্তর গুলি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, এক পরীক্ষার্থীকে প্রশ্নের উত্তর সহ হাতেনাহাতে ধরা হয়। মেহসানা জেলার সর্বোদয়া বিদ্যালয় থেকে ওই পরীক্ষার্থীকে ধরেছিল পুলিশ। তবে উত্তর ফাঁসের বিষয়টি অস্বীকার করে পুলিশ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্র থেকে ৬ জনকে ধরা হয়েছিল তাঁরা সকলেই পরীক্ষা হলে অসাধু উপায় অবলম্বন করে পরীক্ষা দিচ্ছিল।
মেহসানা জেলার পুলিশ সুপার পার্থরাজ সিংহ গোহিল, রবিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “সর্বোদয়া বিদ্যালয়ে ১২ টা থেকে পরীক্ষা শুরু হয়েছিল। এবার স্কুলেরই বেশ কয়েকজন কর্মী সেই সেখানে পরীক্ষা দিতে আসা ২-৩ জন পরীক্ষার্থীকে সাহায্য করার জন্য পরীক্ষার উত্তর গুলি প্রস্তুত করেন। অভিযুক্ত ইন্টারনেটের সাহায্য নিয়ে অবজেক্টিভ প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করেন এবং একটি কাগজে উত্তরগুলি লেখেন। ৬ জনকে এই কাজে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। তবে প্রশ্নের উত্তর ফাঁস হয়নি।” গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাগনানি এই প্রসঙ্গে জানিয়েছেন, “এটা সরকারকে বদনাম করার চক্রান্ত। উত্তর পাওয়া গিয়েছে মানে এই নয় সেটা ফাঁস হয়েছিল।” অনেক পরীক্ষার্থী এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন International Air Fare: গরমে বিদেশে ঘুরতে যেতে চান? তবে রয়েছে সুখবর, কমতে পারে বিমানের টিকিটের দাম