Anubrata Mondal: ‘পুলিশ ওনার পকেটে’, কেষ্ট-মামলায় আরও বিস্ফোরক কথা উঠল সুপ্রিম কোর্টে

Jyotirmoy Karmokar | Edited By: সায়নী জোয়ারদার

Dec 05, 2023 | 12:36 PM

Anubrata Mondal: গরুপাচার সংক্রান্ত সিবিআই মামলার শুনানি ছিল এদিন। অনুব্রতর পক্ষে আইনজীবি মুকুল রোহতগি বলেন, 'এই মামলার মূল অভিযুক্ত, যাকে সিবিআই কিংপিন হিসাবে চিহ্নিত করেছে সেই এনামুল হকও জামিন পেয়ে গিয়েছেন। আরেক অভিযুক্ত সতীশ কুমারও জামিন পেয়েছেন। কিন্তু ১৭ মাস ধরে জেলে আছেন অনুব্রত।'

Anubrata Mondal: পুলিশ ওনার পকেটে, কেষ্ট-মামলায় আরও বিস্ফোরক কথা উঠল সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টে অনুব্রতর জামিন মামলার শুনানি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: অনুব্রত মণ্ডলের আরও একটা বছর শেষ হচ্ছে গরাদের পিছনে থেকেই। তিহাড় জেলেই কাটবে ২০২৩টা। আরও একটা নতুন বছরও শুরু হবে সেখান থেকেই। কারণ, মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলা। ২২ জানুয়ারি এই মামলার শুনানি। চার্জ গঠনের আগে জামিন মামলার শুনানি নয় বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

গরুপাচার সংক্রান্ত সিবিআই মামলার শুনানি ছিল এদিন। অনুব্রতর পক্ষে আইনজীবি মুকুল রোহতগি বলেন, ‘এই মামলার মূল অভিযুক্ত, যাকে সিবিআই কিংপিন হিসাবে চিহ্নিত করেছে সেই এনামুল হকও জামিন পেয়ে গিয়েছেন। আরেক অভিযুক্ত সতীশ কুমারও জামিন পেয়েছেন। কিন্তু ১৭ মাস ধরে জেলে আছেন অনুব্রত।’

পাল্টা অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, শাসকদলে তাঁর ক্ষমতাকে কাজে লাগিয়ে জেলায় রাজার মতো থাকেন অনুব্রত। তিনি এই মামলার অন্য প্রত্যক্ষদর্শীদের ভয় দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে সিবিআইয়ের গ্রেফতার ঠেকানোর চেষ্টা হয়েছে। তিনি জেলার পুলিশ অফিসারদের ট্রান্সফার এবং পোস্টিং ঠিক করেন। পুলিশ তাঁর পকেটে। জামিনের জন্য আদালতের স্পেশাল জাজকে ভয় দেখিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এই মুহূর্তে নিম্ন আদালতে এই মামলার শুনানি কোন পর্যায়ে রয়েছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট। অনুব্রতর আইনজীবী জানান, পাঁচটি চার্জশিট ফাইল করা হয়েছে। এখনও ট্রায়াল শুরু হয়নি। এরপরই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আগে চার্জ গঠন করা হোক। তারপর জামিনের বিষয়ে খতিয়ে দেখা হবে।

Next Article