Cattle Smuggling: অনুব্রতর IPL যোগ! গরু পাচারের কোটি কোটি টাকা সাদা করতে হয়েছিল বিনিয়োগ: ED সূত্র

Sudeshna Ghoshal

Sudeshna Ghoshal | Edited By: tannistha bhandari

Updated on: Mar 16, 2023 | 1:19 PM

Cattle Smuggling: ইডি সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের কয়েকশ কোটি টাকা সাদা করার ক্ষেত্রে মণীশ নানা রকমের পরামর্শ দিয়েছিলেন।

Cattle Smuggling: অনুব্রতর IPL যোগ! গরু পাচারের কোটি কোটি টাকা সাদা করতে হয়েছিল বিনিয়োগ: ED সূত্র

নয়া দিল্লি : বেআইনিভাবে দিনের পর দিন গরু পাচার (Cattle Smuggling) করে কোটি কোটি টাকা পেতেন পাচারকারীরা। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার পর ক্রমশ প্রকাশ্যে আসছে ঠিক কোথায় কোথায় সেই কালো টাকা সাদা করা হত। মঙ্গলবার ও বুধবার একটানা জেরা করা হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। অনুব্রতর মুখোমুখি তাঁকে বসিয়ে জেরা করা হয়েছে বলেও সূত্রের খবর। ইডি সূত্রে খবর, সেই জেরাতেই জানা গিয়েছে, আইপিএলে বিনিয়োগ করা হয়েছিল গরু পাচারের টাকা। আর সেই পরামর্শ নাকি দিয়েছিলেন এই মণীশ কোঠারিই।

ইডি সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের কয়েকশ কোটি টাকা সাদা করার ক্ষেত্রে মণীশ নান রকমের পরামর্শ দিয়েছিলেন। তিনি নাকি বুঝিয়েছিলেন, আইপিএল একটা হাই-প্রোফাইল টুর্নামেন্ট। তাতে খরচ করলে ধরা যাবে না সহজে। সেই মতো বিনিয়োগ করা হয়েছিল বলে দাবি। পুরো বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একের পর এক ভুয়ো কোম্পানিও নাকি মণীশের পরামর্শে খোলা হয়েছিল বলে জানা গিয়েছে।

ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর আপাতত ৬ দিনের হেফাজতে রয়েছেন মণীশ কোঠারি। এই কয়েকদিনে তাঁর কাছ থেকে পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বের করে নেওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। আদালতের নির্দেশ মেনে জেরার সময় উপস্থিত থাকতে পারবেন মণীশের আইনজীবীরা। প্রতিদিন তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য আধ ঘণ্টা করে সময়ও বরাদ্দ করা হয়েছে।

এই খবরটিও পড়ুন

বুধবার তাঁকে আদালতে তোলার পর কার্যত ভেঙে পড়তে দেখা যায় মণীশ কোঠারিকে। অনুব্রত ঘনিষ্ঠ মণীশ কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আর সেটাই আমার দোষ!’ সূত্রের খবর, জেরার শুরুতেই ভেঙে পড়েছিলেন অনুব্রত মণ্ডলও। তাঁদের দুজনকে মুখোমুখি বসালে কি পাচার মামলার অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে? তেমনটাই মনে করছেন পোড় খাওয়া আধিকারিকরা।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla