Kalyan Banerjee Controversy: ‘ক্ষমাও চাইলেন না মমতা!’, কল্যাণের অঙ্গভঙ্গি নিয়ে তোপ অনুরাগের

Kalyan Banerjee Controversy: সম্প্রতি লোকসভা থেকে একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁরা সংসদ চত্বরে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অঙ্গভঙ্গী করতে দেখা যায়। জগদীপ ধনখড়ের নকল করেন তিনি।

Kalyan Banerjee Controversy: 'ক্ষমাও চাইলেন না মমতা!', কল্যাণের অঙ্গভঙ্গি নিয়ে তোপ অনুরাগের
কল্যাণ প্রসঙ্গে প্রতিক্রিয়া অনুরাগেরImage Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 5:16 PM

নয়া দিল্লি: সংসদ চত্বরে বসে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ভেঙাচ্ছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশে বসে হাসছেন কয়েকজন সাংসদ। সেই ছবি সামনে আসার পরই অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের। কল্যাণের সেই ভিডিয়ো রেকর্ড করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাই তোপের মুখে পড়তে হয়েছে তাঁকেও। বিরোধী জোটের নেতারা সংসদীয় গণতন্ত্রকে এক নতুন নিম্ন স্তরে নিয়ে গেলেন বলে দাবি করেছে গেরুয়া শিবির। ঘটনার নিন্দা করেছেন জগদীপ ধনখড়ও। বলেছেন, ওই ঘটনা ‘লজ্জাজনক’। কিন্তু এত কিছুর পরও কেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন, সেই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, দেশের রাষ্ট্রপতির পরই আসে উপরাষ্ট্রপতির পদ। তাই তাঁকে অপমান করার অর্থ সংবিধানকে অপমান করা। এর আগে বিরোধীরা রাষ্ট্রপতিকেও অপমান করেছিলেন বলে উল্লেখ করেছেন মন্ত্রী। এই ঘটনার জন্য বিরোধী শিবিরের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। অনুরাগ ঠাকুর বলেন, “সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এই ঘটনার কোনও নিন্দা করেননি। ক্ষমাও চাননি।”

সম্প্রতি লোকসভা থেকে একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাঁরা সংসদ চত্বরে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অঙ্গভঙ্গী করতে দেখা যায়। জগদীপ ধনখড়ের নকল করেন তিনি।

এদিন সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখানে অশ্রদ্ধার কোনও প্রশ্নই নেই। এই ঘটনাকে রাজনৈতিক দিক থেকে দেখা উচিত। সহজভাবে নেওয়া উচিত।”