Anurag Thakur: মধ্যপ্রদেশে ভোট প্রচারে রোড শো অনুরাগের, দুর্নীতি ইস্যুতে একহাত নিলেন কংগ্রেসকে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 07, 2023 | 8:17 PM

Anurag Thakur: মহাদেব অ্যাপের প্রসঙ্গ তুলেও ভূপেশ বাগেলকে একহাত নেন অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, এই অ্যাপ সম্পর্কে জানা সত্ত্বেও কেন বাগেল তা বন্ধ করে দিলেন না, কেন সাংবাদিক বৈঠক করলেন না।

Anurag Thakur: মধ্যপ্রদেশে ভোট প্রচারে রোড শো অনুরাগের, দুর্নীতি ইস্যুতে একহাত নিলেন কংগ্রেসকে
রোড শো-তে অনুরাগ ঠাকুর
Image Credit source: ANI

Follow Us

ভোপাল: নির্বাচনের আর মাত্রা হাতে গোনা কয়েকটা দিন বাকি। চলছে শেষবেলার প্রচার। রাস্তায় নেমে প্রচার সারছেন সব দলের শীর্ষস্থানীয় নেতারা। আগামী ১৭ নভেম্বর এক দফায় মধ্য়প্রদেশের ২৩০ আসনে ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার প্রচারে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন মধ্যপ্রদেশের সাগর-এ এক বিরাট রোড শো-তে অংশ নিতে দেখা যায় অনুরাগ ঠাকুরকে। সে রাজ্যে প্রচারে গিয়ে কংগ্রেসকে দুর্নীতি ইস্যুতে একহাত নিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, “কংগ্রেস বরাবরই কালো টাকার পক্ষে।” এই প্রসঙ্গে ১০ বছরের ইউপিএ জমানার প্রসঙ্গ টেনে আনেন। মন্ত্রী বলেন, “কংগ্রেস ১০ বছর ধরে ক্ষমতায় ছিল। তার মধ্যেই একে একে সামনে আসে টু জি স্ক্যাম, কমনওয়েলথ গেমস দুর্নীতি, কয়লা দুর্নীতি, সাবমেরিন দুর্নীতি, অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলা, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি।” তাঁর দাবি, শীর্ষস্তরের নেতারাই যখন দুর্নীতিগ্রস্ত, তখন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলই বা পিছনে থাকবেন কেন।

মহাদেব অ্যাপের প্রসঙ্গ তুলেও ভূপেশ বাঘেলকে একহাত নেন অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, এই অ্যাপ সম্পর্কে জানা সত্ত্বেও কেন বাঘেল তা বন্ধ করে দিলেন না, কেন সাংবাদিক বৈঠক করলেন না। অনুরাগ ঠাকুর বলেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বাঘেল ওই অ্যাপ থেকে টাকা উপার্জন করতেন।

Next Article