AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘ক্ষমা চান…’, কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে শীর্ষ আদালতে ‘ধমক’ খেলেন BJP মন্ত্রী

Supreme Court on Sofiya Qureshi: বৃহস্পতিবার, মন্ত্রীর মন্তব্যকে টেনে এনে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের। এদিন মন্ত্রীর মন্তব্যকে আপত্তিকর ও অসংবেদনশীল বলে কটাক্ষ করেন প্রধান বিচারপতি। পাশপাশি, তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও নির্দেশ দেন তিনি।

Supreme Court: 'ক্ষমা চান...', কর্নেল কুরেশিকে 'জঙ্গিদের বোন' বলে শীর্ষ আদালতে 'ধমক' খেলেন BJP মন্ত্রী
ডান দিকে মন্ত্রী বিজয় শাহImage Credit: Getty Image | PTI
| Updated on: May 15, 2025 | 2:12 PM
Share

নয়াদিল্লি: তিনি অপারেশন সিঁদুরের অন্যতম ‘নির্মাতা’। কর্নেল কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং এই দুইয়ের নেতৃত্বে পাক জঙ্গিদের শায়েস্তা করেছে ভারত। আর সেই কর্নেলের ধর্ম পরিচয় তুলে আপত্তিকর মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের।

বৃহস্পতিবার, মন্ত্রীর মন্তব্যকে টেনে এনে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের। এদিন মন্ত্রীর মন্তব্যকে আপত্তিকর ও অসংবেদনশীল বলে কটাক্ষ করেন প্রধান বিচারপতি। পাশপাশি, তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও নির্দেশ দেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘এটা কী ধরনের মন্তব্য? আপনার একটু সংবেদনশীল হওয়া উচিত। যান গিয়ে হাইকোর্টে ক্ষমা চেয়ে আসুন।’

কী বলেছেন মন্ত্রী?

বিজয় শাহ বর্তমানে মধ্যপ্রদেশের আদিবাসী বিষয়ক মন্ত্রী তথা বিজেপি বিধায়ক। মঙ্গলবার একটি সভায় যোগ দিয়ে তিনি বলেন, ‘জঙ্গিদের আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, আমরা ওদের বোনকেই তার যোগ্য জবাব দিতে পাঠিয়েছি।’ এরপর কর্নেল সোফিয়ার ধর্ম পরিচয়কে কেন্দ্র করে এমন আপত্তিকর মন্তব্য ঘিরে ওঠে তীব্র নিন্দার ঝড়। চড়ে রাজনৈতিক পারদ।

হাইকোর্টের নির্দেশে শাহের বিরুদ্ধে দায়ের এফআইআর দায়ের হয়। গ্রেফতারি এড়াতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন মন্ত্রী। কিন্তু সেখানেও মেলে না স্বস্তি। ধমক খেয়ে আপাতত তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এই আপত্তিকর মন্তব্য ঘিরে বিজয় শাহের বিরুদ্ধে FIR দায়ের করেন মধ্যপ্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি জিতু পাটওয়ারি। তিনি বলেন, ‘এই ধরনের মন্তব্য শুধুই সেই অফিসারের জন্য অবমাননাকর এমনটা নয়। ঘুরপথে ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাকেও ক্ষুণ্ণ করা।’