শক্তপোক্ত, সাইজে ছোট ও ‘পকেট ফ্রেন্ডলি’, কীভাবে পাবেন ‘নতুন’ আধার কার্ড?

সৈকত দাস |

May 05, 2021 | 12:00 AM

৫০ টাকা জমা খরচে পাবেন শক্তপোক্ত, পকেট ফ্রেন্ডলি আধার কার্ড (Aadhaar Card)। জেনে নিন প্রয়োজনীয় সাত ধাপ।

শক্তপোক্ত, সাইজে ছোট ও ‘পকেট ফ্রেন্ডলি’, কীভাবে পাবেন ‘নতুন’ আধার কার্ড?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: এবার আধার কার্ডের (Aadhaar Card) হবে ছোট এবং শক্তপোক্ত। নাগরিকত্বের সব চেয়ে গুরুত্বপূর্ণ নথি আর আর ফিনফিনে কাগজে নয়। আর ল্যামিনেশন করারও প্রয়োজন হবে না। ভোটার কার্ড, প্যান কার্ডের মতোই ছোট হবে আধার কার্ড-ও।

হ্যাঁ, আকার-আয়তনে ছোট হবে আপনার আধার কার্ড। আয়তাকার এই কার্ড এবার বুক পকেট বা পার্সেই হবে ফিট। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India) সংক্ষেপে UIDAI দিচ্ছে নয়া সুবিধা।

নাগরিকের সুবিধার জন্য UIDAI এবার আধার কার্ডের গড়ন যেমন শক্তপোক্ত করতে চলেছে, তেমনই আয়তনও গুটিয়ে একেবারে ছোটখাটো করছে যাতে খুব সহজেই ওয়ালেটে ভরে রাখা যায়। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মর্মেই হ্যাশট্যাগ দিয়েছে UIDAI- #AadhaarInYourWallet!

কীভাবে পাবেন এই ‘নতুন’ আধার কার্ড?

দেখে নেওয়া যাক, আবেদনের সাত ধাপ

১. প্রথমে https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint- এই লিঙ্ক মারফত যেতে হবে UIDAI-এর ওয়েবসাইটে।

২. এর পর ১২ ডিজিটের আধার কার্ড নম্বর বা ১৬ ডিজিটের ভার্চুয়াল আইডি কিংবা ২৮ ডিজিটের EID টাইপ করতে হবে।

৩. এর পর ক্যাপচা (Capcha) কোডে দেওয়া সিকিউরিটি কোড টাইপ করে ক্লিক করতে হবে ‘Send OTP’ অপশনে।

৪. তার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি টাইপ করে Submit অপশনে ক্লিক করতে হবে।

৫. এর পর স্ক্রিনে Aadhaar PVC Card-এর ছবি দেখাবে ডিটেইল-সহ।

৬. পেমেন্ট অপশনে ক্লিক করে ৫০ টাকা জমা করতে হবে।

৭. পেমেন্ট কনফার্ম হয়ে গেলেই কার্ডের অর্ডার দেওয়ার কাজ শেষ। UIDAI ৪-৫ দিনের মধ্যে বাড়িতে কার্ড পৌঁছে দেবে।

আরও পড়ুন: বাড়ল প্যান-আধার লিঙ্কের সময়সীমা, শেষ দিন কবে? জেনে নিন

Next Article