মধুবনি: অস্ত্র কারবারের গ্রাউন্ড জিরোতে কলকাতা পুলিশ। মোটরপার্টস দোকানের আড়ালে অত্যাধুনিক অস্ত্র তৈরির কারখানার হদিশ। বিহারে তৈরি অস্ত্র বাংলায় পাচারের আগেই অস্ত্র কারখানায় অভিযান এসটিএফের। এদিন কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের এসটিএফ যৌথ অভিযান চালায় বিহারের মধুবনিতে। তাতেই মেলে সাফল্য।
মোট দু’টি কারখানায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে কুখ্যাত ৪ অস্ত্র কারবারিকে। উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল। সঙ্গে লেদ মেশিন, ড্রিল মেশিন-সহ অস্ত্র তৈরির প্রচুর সামগ্রী বাজেয়াপ্তা করেছে পুুলিশ।
এসটিএফের দাবি, বিহারে যে অস্ত্রগুলি তৈরি করা হচ্ছিল তা চোরকারবারিদের হাত ধরে এ রাজ্যে পাঠানোর কথা ছিল। এ রাজ্য থেকেই বরাত গিয়েছিল বিহারে। সেই খবর গোপন সূত্রে আগেই পেয়ে যায় কলকাতা পুলিশের এসটিএফ। তারপরই তৈরি হয় প্ল্যান অফ অ্যাকশন। ওত পেতে বসেছিল পুলিশ। বিহারের কোন জায়গায় অস্ত্র তৈরি হচ্ছিল, কারা এর পিছনে ছিল সবের খোঁজ শুরু হয়ে গিয়েছিল জোরকদমে। তারপরই দু’টি অস্ত্র কারখানার হদিশ মেলে।