Army Encounter: কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গির গুলির লড়াই, আহত দুই জওয়ান

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 13, 2023 | 6:13 PM

বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় এনকাউন্টারে নামে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সেখানে জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পেয়ে চালানো হয় তল্লাশি অভিযান। যৌথ বাহিনীর অভিযানের সময় গুলি চালাতে শুরু করে সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা।

Army Encounter: কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গির গুলির লড়াই, আহত দুই জওয়ান
জঙ্গি অভিযানে সেনা। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

অনন্তনাগ: মঙ্গলবারের পর বুধবারও জম্মু ও কাশ্মীরে চলছে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় এনকাউন্টারে নামে ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। সেখানে জঙ্গিরা লুকিয়ে থাকার খবর পেয়ে চালানো হয় তল্লাশি অভিযান। যৌথ বাহিনীর অভিযানের সময় গুলি চালাতে শুরু করে সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা। জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এই গুলির লড়াইয়ে এক সেনা জওয়ান ও এক পুলিশ অফিসার আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের কম্যান্ডিং অফিসার এবং কাশ্মীর পুলিশের অফিসার। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের এয়ারলিফ্টের মাধ্য়মে চিকিৎসার জন্য শ্রীনগরে আনা হয়েছে। কাশ্মীর জোন পুলিশ এই ঘটনার কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছে। সেখানে এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

 

মঙ্গলবারও জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গিদমন অভিযানে নেমেছিল যৌথ বাহিনী। সেই ঘটনায় এক জন সেনা জওয়ান ও এক জঙ্গির মৃত্যু হয়েছে। এই ঘটনা নিয়ে জম্মু জোনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারাল অব পুলিশ মুকেশ সিং জানিয়েছিলেন, নারলা গ্রামে সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে। সেই ঘটনায় এক জঙ্গি এবং এক জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুই সেনা জওয়ান ও এক পুলিশ অফিসার আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

 

সোমবার রাতে ওই এলাকায় কয়েক জনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিল পুলিশ। কিন্তু অন্ধকারে এবং কুয়াশাচ্ছন্নতার সুযোগে সেনার নজর এড়িয়ে পালিয়ে যায় তারা। এর পর মঙ্গলবার ওই এলাকা এবং তার আশপাশের এলাকায় অভিযানে নামে পুলিশ। তখনই শুরু হয় গুলির লড়াই। এর আগে ৪ সেপ্টেম্বর সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে রেসাই জেলায় এক পুলিশ অফিসারের মৃত্যু হয়েছিল।

Next Article