করোনা পরীক্ষা না করিয়েই বিমানবন্দর থেকে পালাল ৩০০ যাত্রী, তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের

বুধবারই অসম সরকারের তরফে নির্দেশিকা জরি করে জানানো হয়, ভিন রাজ্য থেকে ট্রেন বা বিমানে আসা সমস্ত যাত্রীদেরই বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট নেগেটিভ এলেও সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা পরীক্ষা না করিয়েই বিমানবন্দর থেকে পালাল ৩০০ যাত্রী, তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 7:31 AM

গুয়াহাটি: ভিন রাজ্য থেকে বিমান বা ট্রেনে অসমে এলেই বাধ্যতামূলক করোনা পরীক্ষার নিয়ম জারি করেছে রাজ্য সরকার। কিন্তু শিলচর বিমানবন্দরেই আধিকারিকদের চোখে ধুলো দিয়ে পালালেন প্রায় ৩০০ যাত্রী। এই ঘটনার পরই জেলা প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়া যাত্রীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়।

সূত্র অনুযায়ী, বুধবার শিলচর বিমানবন্দরে মোট সাতটি বিমান অবতরণ করে। মোট ৬৯০ জন যাত্রী বিমান থেকে নামেন। এদের মধ্যে কেবল ১৮৯ জন করোনা পরীক্ষা করান। ছয়জনের রিপোর্ট পজেটিভ আসে। তবে প্রায় ৩০০ জন যাত্রী নানা অজুহাত দিয়ে বিমানবন্দর থেকেই পালিয়ে যান। পুলিশি পাহারা ও যাত্রীদের আনার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হলেও তারা পরীক্ষা না করিয়েই পালিয়ে যান।

এই বিষয়ে কাচার জেলার অতিরিক্ত সচিব সুমিত সত্যওয়ান বলেন, “ইম্ফল থেকে শিলচরগামী বিমানটি শিলং হয়ে এলেও একজনও শিলংয়ে নামেননি। মোট ৬৯০ জন যাত্রীর মধ্যে ১৮৯ জন নিজেদের করোনা পরীক্ষা করান। এদের মধ্যে ছয়জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। ৪৬ জন যাত্রী জানান তাঁরা গুয়াহাটি থেকে আসছেন বা অন্য কোনও রাজ্যে যাবেন। মোট প্রায় ৩০০ যাত্রী নানা অছিলায় পরীক্ষা এড়িয়ে গিয়েছেন। তবে আমাদের কাছে তথ্য রয়েছে যে কারা পরীক্ষা করাননি।”

বুধবারই অসম সরকারের তরফে নির্দেশিকা জরি করে জানানো হয়, ভিন রাজ্য থেকে ট্রেন বা বিমানে আসা সমস্ত যাত্রীদেরই বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট নেগেটিভ এলেও সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন: ‘আমার জন্য সঙ্কট তৈরি হচ্ছে?’, বিনামূল্যে ফ্যাবিফ্লু-র প্রতিশ্রুতির সমালোচনায় পাল্টা জবাব গম্ভীরের