AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

YouTuber Jyoti Malhotra: জঙ্গি হামলার আগে পহেলগাঁওয়ে গিয়ে ভিডিয়ো করেও ইউটিউবে আপলোড করেননি জ্যোতি, কেন?

YouTuber Jyoti Malhotra: পহেলগাঁওয়ের ভিডিয়োগুলি কেন জ্যোতি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেননি, তাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারী সংস্থাগুলি সন্দেহ করছে, জ্যোতি পহেলগাঁওয়ের ভিডিয়ো তৈরি করে আইএসআই-কে পাঠিয়েছিলেন। তবে জিজ্ঞাসাবাদের সময় জ্যোতি এখনও এই নিয়ে কিছু বলেননি।

YouTuber Jyoti Malhotra: জঙ্গি হামলার আগে পহেলগাঁওয়ে গিয়ে ভিডিয়ো করেও ইউটিউবে আপলোড করেননি জ্যোতি, কেন?
ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাImage Credit: Social Media
| Updated on: May 21, 2025 | 1:40 PM
Share

হিসার: পহেলগাঁওয়ে জঙ্গি হামলাতে কি কোনও যোগসূত্র রয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রার? তাঁকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই উঠছে এই প্রশ্ন। সূত্রের খবর, জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে সেখানে গিয়েছিলেন হরিয়ানার এই ইউটিউবার। সেই সময় জ্যোতি পহেলগাঁওয়ে অনেক ভিডিয়ো শ্যুট করেছিলেন। কিন্তু তিনি সেগুলি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেননি।

পহেলগাঁওয়ের ভিডিয়োগুলি কেন জ্যোতি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেননি, তাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারী সংস্থাগুলি সন্দেহ করছে, জ্যোতি পহেলগাঁওয়ের ভিডিয়ো তৈরি করে আইএসআই-কে পাঠিয়েছিলেন। তবে জিজ্ঞাসাবাদের সময় জ্যোতি এখনও এই নিয়ে কিছু বলেননি। সূত্রের খবর, ফরেনসিক তদন্তের সময়, জ্যোতির মোবাইল থেকে সেনাবাহিনী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিয়োগুলি পাওয়া গিয়েছে। জ্যোতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবাই থেকে আসা একটি বড় অঙ্কের টাকার লেনদেনের হদিশ মিলেছে।

জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের একজন ইউটিউবারও গোয়েন্দাদের আতসকাচের তলায় রয়েছেন। ওই ইউটিউবারকে আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন জ্যোতি। অপারেশন সিঁদুরের সময় এবং পরে, জ্যোতি পাকিস্তানি দূতাবাসের কর্মচারী দানিশের সঙ্গে ক্রমাগত চ্যাট করছিলেন। এবং তিনি ব্ল্যাকআউট থেকে শুরু করে সমস্ত মিডিয়া রিপোর্ট পর্যন্ত তথ্য ড্যানিশের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। পরে তিনি এই সমস্ত চ্যাট মুছে ফেলেন।

জ্যোতির ফোন ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন, তিনি অমৃতসরের স্বর্ণমন্দির এবং কাশ্মীরের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রের ভিডিয়ো লোকেশন পাকিস্তানি এজেন্টদের কাছে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মতো এনক্রিপ্ট করা মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলেন। বিভিন্ন জায়গায় তৈরি জ্যোতির ভিডিয়োগুলিতে এনআইএ টিম একটি নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করেছে। যেখানে অবস্থানের তথ্যের পরিবর্তে, সেখানকার নিরাপত্তা এবং বিশেষ করে সীমান্ত এলাকার আশপাশের এলাকাগুলি দেখানোর উপর বেশি জোর দেওয়া হয়েছে।