SC Hearing on Article 370: যেকোনও সময়ে নির্বাচন হতে পারে জম্মু-কাশ্মীরে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Jammu Kashmir: কেন্দ্রের তরফে জানানো হল, জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে প্রস্তুত কেন্দ্র। যেকোনও সময়ে নির্বাচন হতে পারে।

SC Hearing on Article 370: যেকোনও সময়ে নির্বাচন হতে পারে জম্মু-কাশ্মীরে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 31, 2023 | 11:40 AM

নয়া দিল্লি: জম্মু-কাশ্মীরে নির্বাচনের (Jammu Kashmir Election) জন্য প্রস্তুত কেন্দ্র। সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানাল কেন্দ্র। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের (Article 370 Revoke) সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা নিয়েই কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলারই শুনানি চলছে। এ দিন জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা কবে ফিরিয়ে দেওয়া হবে, তা নিয়ে উত্তর দিচ্ছে কেন্দ্র। সেই শুনানিতেই কেন্দ্রের তরফে জানানো হল, জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে প্রস্তুত কেন্দ্র। যেকোনও সময়ে নির্বাচন হতে পারে।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার নিয়ে শুনানি চলছে। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সূর্যকান্ত। মঙ্গলবারই শীর্ষ আদালতের তরফে কেন্দ্রের কাছে একটি নির্দিষ্ট সময় জানতে চাওয়া হয়েছিল, যার মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত করা হবে। বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। উপত্যকায় কবে পুনরায় রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, তারও সময়সীমা জানতে চায় সুপ্রিম কোর্ট।

এ দিন মামলার শুনানির শুরুতে কেন্দ্রের তরফে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে প্রস্তুত কেন্দ্র। যেকোনও সময়ে নির্বাচন হতে পারে। বর্তমানে ভোটার তালিকা আপডেট করা হচ্ছে, শীঘ্রই এই কাজ শেষ হবে। নির্বাচন কমিশন এরপরে সিদ্ধান্ত নেবে।

কেমন হবে জম্মু-কাশ্মীরের নির্বাচন, তার পরিকল্পনার ব্য়াখ্যা করতে গিয়ে সলিসিটর জেনারেল বলেন, “প্রথমেই ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচন হবে। কার্গিল ও লেহতে পাহাড় উন্নয়ন নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে স্থানীয় প্রশাসনিক নির্বাচন হবে।”

৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহারের পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও বনধও কমে গিয়েছে বলে জানান কেন্দ্রের তরফে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, ২০১৯ সালের পর জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ ৪৫.২ শতাংশ কমে গিয়েছেষ অনুপ্রবেশের ঘটনাও ৯০.২ শতাংশ কমে গিয়েছে। ২০১৮ সালের পর থেকে ১৭৬৭টি পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। ২০২৩ সালে এর সংখ্যা শূন্য।

সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল সাময়িক ব্যবস্থা। সত্যিকারের রাজ্যে পরিণত করার জন্য আরও কিছু কাজের প্রয়োজন। তাই কতদিনের মধ্যে এই কাজ শেষ হবে, তার নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়। জম্মু-কাশ্মীরে একাধিক প্রকল্পে কাজ চলছে এবং যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে।”