Arvind Kejriwal: বিধায়ক হতে না পেরে এবার সাংসদ হবেন অরবিন্দ কেজরীবাল?

Aam Aadmi Party: এ দিন সকালেই আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয় যে লুধিয়ানা পশ্চিম পদে সঞ্জীব অরোরাকে প্রার্থী করা হচ্ছে। গত মাসে আপ বিধায়ক গুরপ্রীত গোগী নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি চলে নিহত হন। তাঁর শূন্যপদেই সঞ্জীব অরোরাকে প্রার্থী করা হচ্ছে।

Arvind Kejriwal: বিধায়ক হতে না পেরে এবার সাংসদ হবেন অরবিন্দ কেজরীবাল?
অরবিন্দ কেজরীবাল।Image Credit source: PTI

|

Feb 26, 2025 | 12:59 PM

নয়া দিল্লি: বিধায়ক হতে পারেননি, এবার সাংসদ হবেন কেজরীবাল? তুঙ্গে জল্পনা। রাজ্যসভা দিয়ে সংসদে প্রবেশ করতে পারেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার ঘুরপথে সংসদে আসতে পারেন তিনি।

সদ্য় সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন অরবিন্দ কেজরীবাল। ক্ষমতা হারিয়েছে তাঁর দল আম আদমি পার্টিও। আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরাকে উপনির্বাচনে দাঁড় করানোর পরই জল্পনা শুরু হয়েছে যে সঞ্জীবের জায়গায় রাজ্যসভায় সাংসদ হতে পারেন অরবিন্দ কেজরীবাল।

এ দিন সকালেই আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয় যে লুধিয়ানা পশ্চিম পদে সঞ্জীব অরোরাকে প্রার্থী করা হচ্ছে। গত মাসে আপ বিধায়ক গুরপ্রীত গোগী নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি চলে নিহত হন। তাঁর শূন্যপদেই সঞ্জীব অরোরাকে প্রার্থী করা হচ্ছে।

সঞ্জীব অরোরা ২০২২ সালে পঞ্জাব থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় যান। আগামী ২০২৮ সালে তাঁর পদের মেয়াদ শেষ হচ্ছে। যেহেতু তিনি একসঙ্গে বিধায়ক ও সাংসদ থাকতে পারবেন না, তাই উপনির্বাচনে জয়ী হলে বিধায়ক বা সাংসদ- কোনও একটি পদ থেকে ইস্তফা দিতে হবে।

জল্পনা শোনা যাচ্ছে, সঞ্জীব অরোরা জয়ী হলে, তাঁকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বলা হবে। সেই শূন্যপদেই রাজ্যসভায় যাবেন অরবিন্দ কেজরীবাল। যদিও আম আদমি পার্টি এই বিষয়ে মুখ খোলেনি। কেজরীবাল সংসদে গেলে, সঞ্জীব অরোরাকে সাংসদ পদ ছাড়ার পুরস্কার বাবদ পঞ্জাবের ভগবন্ত মানের মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।