Arvind Kejriwal: মিলল না জামিন, আপাতত তিহাড়েই থাকবেন কেজরীবাল

Sukla Bhattacharjee |

Jun 05, 2024 | 4:26 PM

Arvind Kejriwal: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরীবালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গত ১ জুন শেষ হয়। সেই মেয়াদ ফুরানোর আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন কেজরীবাল।

Arvind Kejriwal: মিলল না জামিন, আপাতত তিহাড়েই থাকবেন কেজরীবাল
অরবিন্দ কেজরীবাল। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: মিলল না স্বস্তি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিল রাউস অ্যাভিনিউ কোর্ট। আগামী ১৯ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতেই থাকার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরীবালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গত ১ জুন শেষ হয়। সেই মেয়াদ ফুরানোর আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন কেজরীবাল। যার প্রেক্ষিতে গত ১ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে দীর্ঘ শুনানি হয়। দীর্ঘ শুনানির পর অবশেষে অরবিন্দ কেজরীবালের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন ৫ জুন পর্যন্ত স্থগিত রাখেন বিচারক কাবেরী বায়েজা। তার প্রেক্ষিতেই এদিন ফের আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। দীর্ঘ শুনানির পর বিচারক কেজরীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দেন এবং তাঁকে ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতের রাখার নির্দেশ দেন।

এদিকে, অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ফুরানোয় ভোটের ফল প্রকাশের আগেই, গত ২ জুন পুনরায় তিহাড় জেলে ফিরে যান অরবিন্দ কেজরীবাল। আপাতত সেই জেলেই থাকবেন তিনি। অন্যদিকে, কেজরীর জেলযাত্রা দিল্লিবাসীর সহানুভূতি কুড়োতে ব্যর্থ হয়েছে। আপ-এর পালে এতটুকু হাওয়া দিতে পারেনি। কম মার্জিনে হলেও দিল্লির ৭টি আসনই জয় করেছে বিজেপি।

Next Article
Lok Sabha Election Results 2024: বাইরে তখন বিজয়োল্লাস, ভিতরে ফের খোলা হল ইভিএম, ১ ভোটেই বদলে দিল রেজাল্ট
Indian Rail: ট্রেনে আপনার সহযাত্রী আপনাকে বিরক্ত করছে? সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে কী করবেন