BJP-JDU: ‘সেরাটুকু দিয়েছেন রেলমন্ত্রী’, দেবেগৌড়ার প্রশংসা নতুন সমীকরণের ইঙ্গিত?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 08, 2023 | 11:11 AM

Lok Sabha Election 2024: মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কর্নাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেগৌড়া জানান, তাঁর মতে অশ্বিনী বৈষ্ণব নিজের সেরাটুকু দিয়েছেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উদ্ধারকাজ ও পরিস্থিতি সামাল দিতে। তাঁর ইস্তফার দাবি সম্পূর্ণ অযৌক্তিক।

BJP-JDU: ‘সেরাটুকু দিয়েছেন রেলমন্ত্রী’, দেবেগৌড়ার প্রশংসা নতুন সমীকরণের ইঙ্গিত?

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে রাজনীতিতে নতুন সমীকরণ? একদিকে যেখানে বিজেপি-বিরোধী দলগুলি জোট তৈরির জন্য আগামী ২৩ জুন বৈঠকে বসছে, সেখানেই এবার বিজেপি(BJP)-র সঙ্গে জেডিএস(JDS)-এর জোট বাঁধার জল্পনা তৈরি হল। বালেশ্বরে করমণ্ডল রেল দুর্ঘটনার পর যেখানে একাধিক বিরোধী দল একসুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) ইস্তফার দাবি করেছেন, সেখানেই অপ্রত্যাশিতভাবে সমর্থন মিলেছে দেবেগৌড়ার (Deve Gouda)। মঙ্গলবার তিনি অশ্বিনী বৈষ্ণবকে সমর্থন জানিয়ে বলেন, “খুব ভাল কাজ করছেন। ইস্তফা দেওয়ার প্রশ্নই আসে না”। তাঁর এই প্রশংসার পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি ফের একবার জোট বাঁধতে চলেছে বিজেপি ও জেডিএস?

মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেগৌড়া জানান, তাঁর মতে অশ্বিনী বৈষ্ণব নিজের সেরাটুকু দিয়েছেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উদ্ধারকাজ ও পরিস্থিতি সামাল দিতে। তাঁর ইস্তফার দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তিনি বলেন, “যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করার জন্য যথাযোগ্য পদক্ষেপ করেছেন রেলমন্ত্রী। ও (অশ্বিনী বৈষ্ণব) বিগত ৫৫ ঘণ্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন…আমি তো দেখছি। সিবিআইয়ের তদন্তের বিষয়টি আলাদা। আমি সেই বিষয়ে কথা বলব না। কংগ্রেস নেতারা নিজেদের অবস্থান জানিয়েছেন। আমার কথা হল, এখন রাজনৈতিক আক্রমণ করার সময় নয়। আগে তদন্ত শেষ হোক, মন্ত্রী নিজের সেরাটুকু দিচ্ছেন। এই পরিস্থিতিতে ইস্তফার দাবি অযৌক্তিক।”

দেবেগৌড়ার এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে, আবার কি বিজেপির সঙ্গে জোট বাঁধতে চলেছে জেডিএস? সম্প্রতিই কর্নাটক নির্বাচনে যেখানে জেডিএসের ‘কিং মেকার’ হওয়ার কথা ছিল, সেখানেই ভোটের ফলাফলে ভরাডুবি হয় দেবেগৌড়ার দলের। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি বিরোধী দলগুলি জোট গড়ার জন্য যে বৈঠকের ডাক দিয়েছে, তাও এড়িয়ে গিয়েছে জেডিএস। এই পরিস্থিতিতে হঠাৎ বিজেপি শাসিত সরকারের মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হওয়ায়, নতুন জোটের জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০০৬ সালেও নির্বাচনের পরে বিজেপির সঙ্গে জোট গড়ে কর্নাটকে ক্ষমতায় এসেছিল জেডিএস।

Next Article